Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৪ হাজার ফুট থেকে স্কাইডাইভ বৃদ্ধার!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৮, ১০:১৬ এএম

জীবনকে উপভোগ করার সাহসটা দেখিয়েই দিলেন ১০২ বছরের বৃদ্ধা ইরেনে ওসেয়া। আকাশে উড়তে চেয়েছিলেন ওসেয়া। তাই ঝটপট স্কাইডাইভের সিদ্ধান্ত নিয়ে ফেললেন। তাই বলে ১৪ হাজার ফুট !


বৃদ্ধার মনের ইচ্ছা শুনে প্রশিক্ষকও এভাবেই হতবাক হন। তবে নিজের ইচ্ছায় অনড় বৃদ্ধা। তাই প্রশিক্ষককে সঙ্গে নিয়েই ঝাঁপ দিলেন বিমান থেকে। শূন্যে ভাসলেন অনেকক্ষণ, যা ক্যামেরাবন্দি করতে ভোলেনি দক্ষিণ অস্ট্রেলিয়ার স্কাইডাইভ সংস্থাটি। এই অসম্ভব কাণ্ডটি ঘটিয়ে বিশ্বরেকর্ডের পথেই ওসেয়া। বিশ্বের প্রবীণতম স্কাইডাইভার হতে পারেন তিনি।

আকাশ থেকে নিচে নামতেই বৃদ্ধা বললেন, একটু শীত করছিল। ২০১৬ সালেই ১০০ বছর পূর্ণ হয়েছে ওসেয়ার। ১০২ বছর বয়সে স্কাইডাইভ করে সেই জন্মদিনই পালন করলেন বলে জানিয়েছেন তিনি। প্রতি ঘণ্টায় ২২০ কিলোমিটার বেগে উড়েছেন আকাশে। নেমে জানান, বয়স ১০২ কিন্তু এটা মনের বয়স নয়, আমি আবার উড়ব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্কাইডাইভ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ