Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টস করতে গিয়েও হাসির পাত্র ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের সেনাবাহিনীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করতে গিয়েও গণমাধ্যমের সংবাদ শিরোনামে পরিণত হয়েছেন। টস করার জন্য প্রচলিত রীতির বাইরে গিয়ে কয়েন নিক্ষেপ করায় উপস্থিত লোকজনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির পাত্রে পরিণত হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বলছেন, ট্রাম্প যেভাবে কয়েন নিক্ষেপ করেছেন তাতে বোঝা যায় তিনি জীবনে এই কাজ প্রথমবারের মতো করলেন। অবশ্য প্রচলিত রীতির বাইরে গিয়ে তিনি অনেক বেশি উচ্চতায় কয়েন নিক্ষেপ করায় সমালোচকরা বলছেন, ট্রাম্প হয়তো চেয়েছিলন তার পূর্বসুরি বারাক ওবামার চেয়ে বেশি উচ্চতায় কয়েন নিক্ষেপ করতে। আমেরিকার সশস্ত্র বাহিনীর ১১৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুরুতে কোন দল আগে খেলা শুরু করবে তা নির্ধারণ করার জন্য ম্যাচ রেফারি প্রেসিডেন্ট ট্রাম্পকে টস করার দায়িত্ব দেন। এ সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রীসহ আরো অনেক পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ