Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশেষ ট্রেন বিকল, ঠেলে স্টেশনে নিল স্থানীয়রা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৮, ৮:৩০ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাৎসরিক পরিদর্শনে আসা রেলওয়ের মহা-পরিদর্শককে (জিআইবিআর) বহনকারী বিশেষ ট্রেন বিকল হওয়ায় পর ট্রেনটি ঠেলে স্টেশনে পৌঁছে দিয়েছে স্থানীয়রা।
বুধবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলার বামনডাঙ্গা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রেলওয়ের মহাপরিদর্শককে বহনকারী ট্রেন বামনডাঙ্গা এফ ৯৫ রেলগেট এলাকায় পৌঁছালে ট্রেনের একটি বগিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে স্থানীয় লোকজন ট্রেনের বগিটিকে ঠেলে বামনডাঙ্গা স্টেশনে পৌঁছে দেয়।
মহা-পরিদর্শকের সঙ্গে আসা রেলওয়ে বিভাগের চিফ সুপারিনটেনডেন্ট অব ট্রাফিক (সিএসটি) অসিম তালুকদার বলেন, এ ধরনের ঘটনার জন্য সত্যিই আমরা লজ্জিত। কেন এবং কি কারণে মহাপরিদর্শকের বহনকারী ট্রেন বিকল হলো তা খতিয়ে দেখা হবে।
তিনি আরো জানান, ট্রেনটি স্টেশনের কাছাকাছি বিকল না হয়ে মাঝপথে বিকল হলে সিডিউল বির্পযয়ের সম্ভাবনা ছিলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ