যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
নিউইর্য়কে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন সাস্টিয়ান ইউএসএ’র উদ্যোগে শীতকালীন পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর ‘সেই প্রিয় চেনা মুখ-এ যেন হৃদয়ের টান, সাস্টিয়ান-আমরা সাস্টিয়ান, ভিন্ন দেহে যেন একটি প্রাণ’ শীর্ষক শ্লোগানে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এ আয়োজন করে।
নিউইর্য়কের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে আয়োজিত এই অনুষ্ঠানে আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এতে যোগ দেন। ক্যাম্পাসের বিভিন্ন সময়ের স্মৃতিচারণসহ সহপাঠী, সিনিয়র-জুনিয়র ও অতিথি শিক্ষকবৃন্দদের আলাপচারিতায় মুখর হয়ে উঠে অনুষ্ঠান ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিবুল আহসান , বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক মো. ছালিকুর রহমান চৌধুরী, নিউইর্য়ক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড স্কুল অব মেডিসিন এর ফ্যাকাল্টি মেম্বার আলাউদ্দিন ভুইঁয়া, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের আইপিই বিভাগে কর্মরত সহযোগী অধ্যাপক চৌধুরী লুতফর রহমান।
অতিথিরা তাদের বক্তব্যে আয়োজকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন বিভিন্ন ইতিহাস তুলে ধরেন। এছাড়া ইউএসএ অবস্থানরত সাবেক শিক্ষার্থীদের নিকট দেশে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল সাস্টিয়ানদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন ধরনের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।
অনুষ্ঠানে অতিথিদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয় তথা অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের সাবেক শিক্ষার্থী ফরিদ আলম এবং বিশ্ববিদ্যালয়ের ইসিএস বিভাগের ৩য় ব্যাচের সাবেক শিক্ষার্থী কামরুজ্জামান শাহীন।
সাস্টিয়ান ইউএসএ’র ভবিষ্যত কার্যক্রমের অংশ হিসেবে আমেরিকার জব বিষয়ক একটি দিক নির্দেশনামূলক প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স বিভাগের নবম ব্যাচের প্রাক্তন ছাত্র কাওসার মোহাম্মদ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আহবায়ক মাহবুব, শুভ্র, বেলায়েত, মামুন, কাউসার, তিতুমীর, আজহার, বাবু, সুফিয়ান, টিপু, ফাহাদ, শাকির। অনুষ্ঠান পরিচালনা করেন রসায়ন বিভাগের চতুর্থ ব্যাচের সাবেক শিক্ষার্থী বেলায়েত চৌধুরী।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।