মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বোমা আতঙ্কে যুক্তরাষ্ট্রের মেনলো পার্কের ফেইসবুক সদর দপ্তরের একটি ভবন খালি করে দেওয়া হয়েছে।
ফেইসবুকের একজন মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, কর্মীরা সবাই নিরাপদে আছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
মেনলো পার্ক পুলিশ দপ্তর জানিয়েছে, বোমার হুমকি পাওয়ার খবরে জেফারসন ড্রাইভের একটি ভবন থেকে সবাইকে বের করে আনা হয়। তবে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু সেখানে পায়নি।
মেনলো পার্কে ফেইসবুকের ঠিক কোন ভবনটি খালি করা হয়েছে, তা স্পষ্ট করেনি পুলিশ।
সিলিকন ভ্যালির আরেক কোম্পানি ইউটিউবের সদর দপ্তরে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা হুমকি তৈরি হয়েছিল।
গত মে মাসে এক নারী স্যান ফ্রান্সিসকোতে ইউটিউব সদর দপ্তরে গুলি চালিয়ে তিনজনকে আহত করেন। পরে নিজে আত্মহত্যা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।