Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

পাকিস্তানকে ল’র না

প্রকাশের সময় : ৬ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : অনেকের নামই শোনা গিয়েছিল। তবে ধোপে টেকেনি। শেষ পর্যন্ত পাকিস্তানের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন অস্ট্রেলিয়ার স্টুয়ার্ট ল। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছিল, পাকিস্তানের প্রথম পছন্দ এই বাংলাদেশের সাবেক অস্ট্রেলিয়ান কোচ। তবে সর্বশেষ খবর হলো, স্টুয়ার্ট ল-ই নাকি এখন পাকিস্তানের কোচ হতে রাজি নন। কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন ল। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত শ্রীলঙ্কা সফরে স্মিথ, ওয়ার্নারদের সঙ্গেই থাকবেন। এরপর আবার নভেম্বরে পাকিস্তানে আসবে অস্ট্রেলিয়া। কিন্তু ল জানিয়ে দিয়েছেন, ওই সময়ও পাকিস্তানের কোচ হিসেবে দায়িত্ব নিতে পারবেন না। ল শেষ পর্যন্ত সাড়া না দিলে সাবেক নিউজিল্যান্ড কোচ অ্যান্ডি মোলস ও সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডিন জোন্সের দিকে হাত বাড়াতে পারে পিসিবি। দুজনের সঙ্গে নাকি কথাও বলেছেন পিসিবি চেয়ারম্যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তানকে ল’র না
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ