Inqilab Logo

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ভারতের ৫ রাজ্যে নির্বাচনে এগিয়ে কংগ্রেস, কোণঠাসা বিজেপি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০১৮, ৩:৪৬ পিএম

ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলে বিজেপিকে কোণঠাসা অবস্থায় দেখা গেছে। মঙ্গলবার সকাল থেকেই ভোট গণনা শুরু হয়েছে। দুপুর পর্যন্ত প্রকাশিত ফল অনুযায়ী, পাঁচ রাজ্যের তিনটিতেই এগিয়ে রয়েছে কংগ্রেস। এগুলো হলো রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্রিশগড়। তেলেঙ্গানা ও মিজোরামে এগিয়ে রয়েছে আঞ্চলিক দলগুলো। পাঁচ রাজ্যের একটিতেও অপেক্ষাকৃত শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে পারেনি কোণঠাসা অবস্থায় রয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি। খবর এনডিটিভি।

জানা গেছে, তেলেঙ্গানায় এগিয়ে রয়েছে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (টিআরএস)। আরেক রাজ্য মিজোরামে এগিয়ে রয়েছে আঞ্চলিক দলগুলোর জোট এমএনএফ। মঙ্গলবার দুপুর নাগাদ নির্বাচনের পূর্ণাঙ্গ ফল জানা যেতে পারে। কয়েক দফায় সর্বশেষ গত শুক্রবার এ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। পাঁচ রাজ্যের মধ্যে এখন বিজেপি ক্ষমতায় আছে তিনটিতে। এবারের নির্বাচনে এর সবগুলোই হাতছাড়া হতে যাচ্ছে দলটির। ঝুলিতে নতুন কোনও রাজ্যও যোগ করতে পারেনি তারা। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তায় ভাটা নামার বিষয়টি পরিষ্কার হলো।

নির্বাচনে বিজেপি’র বিরুদ্ধে রায় দেওয়ায় জনগণকে ধন্যবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে দেওয়া পোস্টে তিনি বলেছেন, মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে। এই জয় অবিচার, শোষণ, প্রতিষ্ঠান ধ্বংস, এজেন্সির অপব্যবহার, গরিব, কৃষক, যুব, দলিত, সংখ্যালঘু ও সাধারণদের জন্য কিছু না করার বিরুদ্ধে জয়। এটাই গণরায়। এটা দেশের মানুষের বিজয়।
এদিকে পাঁচ রাজ্যে ভোটের ফলে হারের আভাস মিলতেই অস্বস্তিতে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লিতে পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হলেও নির্বাচনের ফল নিয়ে কোনও কথা বলতে চাননি।

ভারতের ৫ রাজ্যে নির্বাচনে এগিয়ে কংগ্রেস, কোণঠাসা বিজেপি

ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলে বিজেপিকে কোণঠাসা অবস্থায় দেখা গেছে। মঙ্গলবার সকাল থেকেই ভোট গণনা শুরু হয়েছে। দুপুর পর্যন্ত প্রকাশিত ফল অনুযায়ী, পাঁচ রাজ্যের তিনটিতেই এগিয়ে রয়েছে কংগ্রেস। এগুলো হলো রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্রিশগড়। তেলেঙ্গানা ও মিজোরামে এগিয়ে রয়েছে আঞ্চলিক দলগুলো। পাঁচ রাজ্যের একটিতেও অপেক্ষাকৃত শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে পারেনি কোণঠাসা অবস্থায় রয়েছে কেন্দ্রে ক্ষমতাসীন দল বিজেপি। খবর এনডিটিভি।

জানা গেছে, তেলেঙ্গানায় এগিয়ে রয়েছে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (টিআরএস)। আরেক রাজ্য মিজোরামে এগিয়ে রয়েছে আঞ্চলিক দলগুলোর জোট এমএনএফ। মঙ্গলবার দুপুর নাগাদ নির্বাচনের পূর্ণাঙ্গ ফল জানা যেতে পারে। কয়েক দফায় সর্বশেষ গত শুক্রবার এ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়। পাঁচ রাজ্যের মধ্যে এখন বিজেপি ক্ষমতায় আছে তিনটিতে। এবারের নির্বাচনে এর সবগুলোই হাতছাড়া হতে যাচ্ছে দলটির। ঝুলিতে নতুন কোনও রাজ্যও যোগ করতে পারেনি তারা। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তায় ভাটা নামার বিষয়টি পরিষ্কার হলো।

নির্বাচনে বিজেপি’র বিরুদ্ধে রায় দেওয়ায় জনগণকে ধন্যবাদ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে দেওয়া পোস্টে তিনি বলেছেন, মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে। এই জয় অবিচার, শোষণ, প্রতিষ্ঠান ধ্বংস, এজেন্সির অপব্যবহার, গরিব, কৃষক, যুব, দলিত, সংখ্যালঘু ও সাধারণদের জন্য কিছু না করার বিরুদ্ধে জয়। এটাই গণরায়। এটা দেশের মানুষের বিজয়।
এদিকে পাঁচ রাজ্যে ভোটের ফলে হারের আভাস মিলতেই অস্বস্তিতে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লিতে পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হলেও নির্বাচনের ফল নিয়ে কোনও কথা বলতে চাননি।



 

Show all comments
  • Nurul Islam ২২ এপ্রিল, ২০১৯, ৮:৪৮ এএম says : 0
    মৌল মুশরিকের পরাজয়। কিছুটা হলেও মুশরিকদের মধ্যে ইনসাফ আছে এখানে এটাই তার প্রমাণ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতের নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ