নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
১৪ দেশের প্রায় দেড় শতাধিক খেলোয়াড়দের অংশগ্রহনে আজ শুরু হচ্ছে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ। পুরুষ ও মহিলা একক ও দ্বৈত এবং মিশ্র দ্বৈত এই পাঁচ ইভেন্টের পাঁচ দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করবেন ফেডারেশনের সভাপতি ও তথ্য সচিব আবদুল মালেক।
প্রায় ৩০ লাখ টাকার প্রাইজমানির এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশের ২২ জন শাটলার অংশ নিচ্ছেন। যাদের মধ্যে আছেন শীর্ষ বাছাই শাপলা আক্তার ও এলিনা সুলতানা। বড় আসরে নামার আগে বেশ ক’দিন ধরেই ক্যাম্প করছেন তারা। এই টুর্নামেন্ট নিয়ে উচ্ছাস প্রকাশ পেল তাদের কথায়। শাপলা জানান, ‘আমরা আশাকরি এই টুর্নামেন্টে ভালো কিছু করতে পারবো। অন্তত সেমিফাইনাল খেলার প্রত্যাশা রয়েছে।’ এলিনার কণ্ঠেও পাওয়া গেল সেই একই সুর, ‘২০১১ সালে একটি ব্রোঞ্জ এনে দিয়েছিলাম। এবারও সেই প্রত্যাশা নিয়ে কোর্টে নামবো।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।