Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বতন্ত্র স্বাস্থ্য শিক্ষা বোর্ড দাবি মেডিকেল এসিস্ট্যান্টদের

প্রকাশের সময় : ৬ মে, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ মেডিকেল এডুকেশন বোর্ড নামে স্বতন্ত্র স্বাস্থ্য শিক্ষা বোর্ড গঠনসহ বিভিন্ন দাবি জানিয়েছেন মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সের শিক্ষার্থীরা। দাবি না মানলে ১৬ মে থেকে রাজপথ অবরোধ ও গণঅনশনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোরাদ হোসেন এ কথা বলেন। মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সের শিক্ষার্থী ও পেশাজীবী ডিপ্লোমা চিকিৎসক শিক্ষার্থীরা যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
মোরাদ হোসেন লিখিত বক্তব্যে বলেন, বর্তমানে মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের ‘ম্যাটস’ নামে ২০৩ টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রতি বছর প্রায় ৪ হাজার শিক্ষার্থী পাস করে বের হলেও কর্মসংস্থানের অভাবে অধিকাংশই বেকার রয়েছে। তিনি বলেন, দেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমাদের এই কোর্সের জন্য উচ্চ শিক্ষা, কর্মক্ষেত্রে প্রমোশন, বেতন স্কেল উন্নীতের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকলেও আজও তা বাস্তবায়ন হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বতন্ত্র স্বাস্থ্য শিক্ষা বোর্ড দাবি মেডিকেল এসিস্ট্যান্টদের
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ