গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানী থেকে মিরপুর থানা বিএনপির সভাপতিসহ তিন নেতাকে গ্রেফতারের অভিযোগ উঠেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে। গ্রেফতারকৃতরা হলেন, মিরপুর থানা বিএনপির সভাপতি আবুল হোসেন আব্দুল, সাধারণ সম্পাদক ওয়াইজ উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুকুল। আজ বেলা ২টার দিকে জজ কোর্ট এলাকা থেকে ডিবি পরিচয়ে তাদের তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন আবুল হোসেনের ছেলে আবদুল্লাহ আল মামুন।
মামুন বলেন, আজ বেলা ২টার দিকে কোর্টের কাজ শেষ করে বাসার ফেরার জন্য বের হন। ওই সময় জজ কোর্টের সামনে থেকে ডিবি পরিচয়ে একদল লোক বাবাসহ অন্যদেরকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায়। মামুন আরও বলেন, দুপুরে ঘটনা ঘটলেও এখন পর্যন্ত তাদের কোনো খবর পাইনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।