Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনা-৫ সদর আসনে নির্বাচনী লড়াই হবে প্রতিদ্বন্দ্বিতামূলক

স্টাফ রিপোর্টার ,পাবনা | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৮, ৬:১৫ পিএম

পাবনা -৫ সদর নির্বাচনী এলাকায় বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী ও সাবেক বিআইডাব্লিউটিসি’র চেয়ারম্যান , এ্যাড. শিমুল বিশ্বাসকে টপকিয়ে এই আসনটি বিএনপি’র শরিক দল জামায়াত নিয়ে নিয়েছে। প্রার্র্থী চূড়ান্ত হওয়ার আগ মুহুর্ত পর্যন্ত সবাই মনে করছিলেন, এই আসনে শিমুল বিশ্বাসকে মনোনয়ন দেওয়া হবে ,অবশেষে জামায়াত নেতা অধ্যক্ষ ইকবাল হুসাইন ধানের শীষের প্রতীক পেয়েছেন। পাবনা জেলা বিএনপি’র সেক্রেটারী ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান তোতা জানান, এ নিয়ে তৃণমূল পর্যায়ে সামান্য ক্ষোভ থাকলেও প্রতীক মূখ্য বিষয়। বিএনপি সেক্রেটারী আরও জানান, রবিবার বিএনপি কার্যালয়ে বৈঠক হয়েছে। দুই/একদিনের মধ্যে তারা বিএনপি মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় নামবেন। পাবনার ২ বারের আওয়মীলীগের এম.পি গোলাম ফারুক প্রিন্স এবারও শক্তিশালী প্রতিদ্বন্দ্বি প্রার্থী। তার পক্ষে দলীয় যুবকদের সমর্থন রয়েছে। সাধারণ মানুষের মধ্যেও তরুণ নেতার প্রতি আগ্রহ লক্ষ্য করা গেছে। প্রতীকি এই নির্বাচনে ধানের শীষ এবং নৌকার মধ্যে নির্বাচনী লড়াই হবে প্রতিদ্বন্দ্বিতামূলক। এখন ব্যক্তির চেয়ে প্রতীক মূখ্য। পাবনা-৫ সদর নির্বাচনী আসনটি ১৯৯১ সালে জামায়াতে ইসলামী, ১৯৯৬ সালে বিএনপি এবং ২০০১ সালে জামায়াতে ইসলামীর দখলে ছিল। এবারও এই আসনটি জামায়াত নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাইছে। ঐক্যফ্রন্ট, বিএনপি ২০ দলীয় জোটের জামায়াতের আসন দখল আর আওয়ামীলীগের আসনটি আবার ধরে রাখার লড়াই। প্রতিদ্বন্দ্বিতামূলক একাদশ নির্বাচনে ভোটের নিয়ামক শক্তি তরুণ সমাজ এবং মহিলারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ