বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
যশোর, খুলনা, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, বাগেরহাট, মেহেরপুর ও চুয়াডাঙ্গার ৫৯টি উপজেলা নিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চল। এই অঞ্চলের ২২ হাজার বর্গকিলোমিটারের ১০ জেলার ৩৬টি সংসদীয় আসন এলাকায় প্রার্থীদের প্রতীক বরাদ্দের পরই দৃশ্যপট পরিবর্তন হয়ে যায়। সরগরম হয়ে ওঠে ভোটের মাঠ। চারিদিকে জমজমাট অবস্থা। শহর ও গ্রাম পাড়া মহল্লায় সমানতালে চলছে নির্বাচনী প্রচারণা। বাঁধভাঙ্গা জোয়ারের মতো নেতা, কর্মী ও সমর্থকরা মাঠে নেমে পড়েন। তাদের পদভারে এলাকা রীতিমতো কাঁপছে। বিশেষ করে বিরোধী দলীয় নেতা-কর্মীরা টানা এক দশক পর নির্বাচন উপলক্ষে দলবদ্ধভাবে মাঠে নামতে পেরেছেন। সব মিলিয়ে ভোট রাজনীতি উঠেছে তুঙ্গে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জেলাওয়ারী আসন সংখ্যা হচ্ছে খুলনা ৬টি, যশোর ৬টি, ঝিনাইদহ ৪টি, কুষ্টিয়া ৪টি, চুয়াডাঙ্গা ২টি, মেহেরপুর ২টি, মাগুরা ২টি, নড়াইল ২টি, বাগেরহাট ৪টি, সাতক্ষীরায় ৪টি। এ অঞ্চলের রাজনৈতিক দলের নেতা, কর্মী ও সমর্থকদের কদরও বেড়ে গেছে বহুগুণে। জেলা ও উপজেলায় প্রার্থীদের পক্ষে শো-ডাউন চলছে জোরেশোরে। সবাই নির্বাচনী মাঠ গুছাতে ব্যতিব্যস্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।