Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট-১ আসনে হাতপাখা প্রতীক বরাদ্দ পেয়ে গণসংযোগ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৮, ৫:৪৪ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে হাতপাখা প্রতীক পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর চরমোনাই মনোনীত প্রার্থী মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু। গতকাল সোমবার সিলেট রিটার্নিং কর্মকর্তা কাজী এমদাদুল ইসলাম প্রতীক বরাদ্দ ঘোষনা করেন।
প্রতীক বরাদ্দ পেয়েই হাতপাখা প্রতীক নিয়ে নগরীর বিভিন্ন সড়কে গণসংযোগ করেন এম.পি প্রার্থী মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী রাজু সহ নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান, সিলেট সুলতানপুর টাইটেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা আনোয়ারুল হক চৌধুরী, সিলেট-১ আসনের আহবায়ক আলহাজ্ব ইসহাক আহমদ, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, ইসলামী আন্দোলন সিলেট মহানগরের সভাপতি নজির আহমদ, মহানগর সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসান, শ্রমিক আন্দোলন জেলার সভাপতি ফজলুল হক, ইশা ছাত্র আন্দোলন মহানগর সভাপতি শিহাব উদ্দিন, জেলা সভাপতি আবু তাহের মিসবাহ, মহানগর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, জেলা সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির চৌধুরী রাকিব, শ্রমিক আন্দোলন জেলার সেক্রেটারী হেলাল উদ্দিন ভূইয়া, ইশা ছাত্র আন্দোলন মহানগর অর্থ সম্পাদক আব্দুল্লাহ আরাফাত, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. জাকির হোসাইন প্রমুখ।

 



 

Show all comments
  • Abdur Razzak ১০ ডিসেম্বর, ২০১৮, ৮:৩৪ পিএম says : 0
    জয় পরাজয় আল্লাহর থেকে ভোট দিব এবার হাত পাখা তে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ