বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সোমবার সকাল থেকে রিটার্নিং অফিসার কার্যালয় থেকে উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া শুরু হয়। খুলনা-১, ৪, ৫ ও ৬ আসনের এলাকায় স্ব-স্ব প্রার্থীর কর্মী-সমর্থকদের খ- খ- প্রচার মিছিল ও শোডাউন দিতে দেখা গেছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন, খুলনার ছয়টি আসনে এবারের নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, মুসলিম লীগ, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের মোট ৩৫জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
প্রার্থীরা হলেন, খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে মো: আবু সাঈদ (হাতপাখা), সুনীল শুভ রায় (লাঙ্গল), আমীর এজাজ খান (ধানের শীষ), পঞ্চানন বিশ্বাস (নৌকা), অশোক কুমার সরকার (কাস্তে)।
খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে মো: আ: আউয়াল (হাতপাখা), কে এম ইদ্রিস আলী বিল্টু (গোলাপফুল), শেখ সালাহ উদ্দিন (নৌকা), মনিরা বেগম (মাছ), নজরুল ইসলাম মঞ্জু (ধানের শীষ), এইচ এম শাহাদাৎ (কাস্তে), এসএম সোহাগ (টেলিভিশন)।
খুলনা-৩ (দৌলতপুর-খালিশপুর-খানজাহান আলী) আসনে মো: মুজাম্মিল হক (হাতপাখা), এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল), বেগম মন্নুজান সুফিয়ান (নৌকা), রকিবুল ইসলাম (ধানের শীষ), জনার্দন দত্ত (মই)।
খুলনা-৪ (দিঘলিয়া-তেরখাদা-রূপসা) আসনে ইউনুস আহমেদ (হাতপাখা), আব্দুস সালাম মুর্শেদী (নৌকা), কেএম আলী দাদ (কোদাল), শেখ হাবিবুর রহমান (টেলিভিশন), আজিজুল বারী হেলাল (ধানের শীষ), আনসার আলী (গোলাপ ফুল)।
খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনে চিত্ত রঞ্জন গোলদার (কাস্তে), মিয়া গোলাম পরওয়ার (ধানের শীষ), শেখ মুজিবুর রহমান (হাত পাখা), মো: শহীদ আলম (লাঙ্গল), নারায়ণ চন্দ্র চন্দ (নৌকা)।
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে মির্জা আজম (টেলিভিশন), মো: আবুল কালাম আজাদ (ধানের শীষ), মো: আক্তারুজ্জামান (নৌকা), শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), গাজী নূর আহমদ (হাতপাখা), শেখ মুর্তজা আল মামুন (গোলাপ ফুল), সুভাষ চন্দ্র সাহা (কাস্তে)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।