Inqilab Logo

শুক্রবার, ২১ জুন ২০২৪, ০৭ আষাঢ় ১৪৩১, ১৪ যিলহজ ১৪৪৫ হিজরী

নোয়াখালী ৬টি আসনে প্রার্থীদের মাধ্যে প্রতীক বরাদ্দ

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৮, ৪:২১ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ (সোমবার) নোয়াখালীর ৬টি আসনে প্রার্থীদের মাধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। প্রতীক পাওয়ার পর জেলার বিভিন্নস্থানে আনন্দ মিছিল করেছে বিভিন্ন দলের নেতাকর্মীরা। সকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার তন্ময় দাসের কার্যালয়ে প্রতীক বরাদ্দ করা হয়।নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী একাংশ) আসনে আওয়ামীলীগ নৌকা প্রতীক পেয়েছেন দলীয় প্রার্থী এইচ.এম ইব্রাহিম, ধানের শীষ প্রতীক পেয়েছেন দলীয় প্রার্থী ব্যরিষ্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, জাপা প্রার্থী আবু নাছের ওয়াহেদ ফারুক পেয়েছেন লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশ এ কে এম এরফান খান পেয়েছেন হাতপাখা, স্বতন্ত্র প্রার্থী বোরহান উদ্দিন পেয়েছেন আপেল, বিকল্প ধারা বাংলাদেশ ওমর ফারুক পেয়েছেন কুলা, বাংলাদেশ খেলাপত আন্দোলন মো. জিয়া উল হক পেয়েছেন বটগাছ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মো. শাহ আলম পেয়েছেন চেয়ার ও জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি থেকে হাসান মোর্তুজা আলী তাহের পেয়েছেন তারা প্রতীক। আসনটিতে মোট ভোটার রয়েছেন ৩,৪৭,৬৭১জন।
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী একাংশ) আসনে আওয়ামীলীগ নৌকা প্রতীক পেয়েছেন দলীয় প্রার্থী মোরশেদ আলম, ধানের শীষ প্রতীক পেয়েছেন দলীয় প্রার্থী জয়নুল আবেদিন ফারুক, প্রগতিশীল গনতান্ত্রিক দল (পিডিপি) আব্দুল্লাহ্ আল মামুন পেয়েছেন বাঘ, জাতীয় পার্টি হাসান মঞ্জুর পেয়েছেন লাঙ্গল, জাপা মো. মমিন উল্যাহ পেয়েছেন কাঁঠাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ খলিলুর রহমান পেয়েছেন হাতপাখা, ন্যাশনাল পিপলস্ পার্টি মো. নুরুল ইসলাম পেয়েছেন আম ও বাংলাদেশ মুসলিম লীগ থেকে মো. হাছিবুল হাছান পেয়েছেন হারিকেন প্রতীক। আসনটিতে মোট ভোটার রয়েছেন ২,৭৩,৮৫১জন।
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে আওয়ামীলীগ নৌকা প্রতীক পেয়েছেন দলীয় প্রার্থী মো. মামুনুর রশীদ কিরন, ধানের শীষ প্রতীক পেয়েছেন দলীয় প্রার্থী মো. বরকত উল্যাহ বুলু, জাপা প্রার্থী ফজলে এলাহি সোহাগ পেয়েছেন লাঙ্গল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মজিবুল হক মজিব পেয়েছেন কাস্তে, গণতন্ত্রী পার্টি মানিক লাল দাস পেয়েছেন কবুতর, জাকেরপার্টি বাহার উদ্দিন পেয়েছেন গোলাপ ফুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহাম্মদ নূর উদ্দিন পেয়েছেন হাতপাখা ও বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে মো. ওমর ফারুক মিয়া পেয়েছেন বটগাছ প্রতীক। আসনটিতে মোট ভোটার রয়েছেন ৩,৯২,৩৩০জন।
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে আসনে আওয়ামীলীগ নৌকা প্রতীক পেয়েছেন দলীয় প্রার্থী মো. একরামুল করিম চৌধুরী, ধানের শীষ প্রতীক পেয়েছেন দলীয় প্রার্থী মো. শাহজাহান, জাপা প্রার্থী মোবারক হোসেন আজাদ পেয়েছেন লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহাম্মদ আব্দুল হান্নান পেয়েছেন হাতপাখা, বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে ফরিদ মিয়া পেয়েছেন বটগাছ, খেলাফত মজলিস আবদুল আলী পেয়েছেন দেয়াল ঘড়ি, বাংলাদেশ সমাজতন্ত্রিক দল বাসদ মো. মহিন উদ্দিন চৌধুরী পেয়েছেন মই ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ সামসুন নাহার পেয়েছেন টেলিভিশন প্রতীক। আসনটিতে মোট ভোটার রয়েছেন ৫,৪৮,৪০৯জন।
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামীলীগ নৌকা প্রতীক পেয়েছেন দলীয় প্রার্থী ওবায়দুল কাদের, ধানের শীষ প্রতীক পেয়েছেন দলীয় প্রার্থী ব্যরিষ্টার মওদুদ আহমদ, জাতীয় পার্টি মো. সাইফুল ইসলাম পেয়েছেন লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশ আবু নাছের পেয়েছেন হাতপাখা, স্বতন্ত্র প্রার্থী গাজী মো. জুলফিকার হায়দার পেয়েছেন আপেল, বাংলাদেশ ন্যাশানালিস্ট ফ্রন্ট মমতাজ বেগম পেয়েছেন টেলিভিশন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মোহাম্মদ সামছুদ্দোহা পেয়েছেন চেয়ার ও সমাজতান্ত্রিক দল বাসদ সিরাজ উল্যাহ পেয়েছেন মই প্রতীক। আসনটিতে মোট ভোটার রয়েছেন ৩,৩১,০৬৯জন।
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে আওয়ামীলীগ নৌকা প্রতীক পেয়েছেন দলীয় প্রার্থী আয়েশা ফেরদাউস, ধানের শীষ প্রতীক পেয়েছেন দলীয় প্রার্থী মোহাম্মদ ফজলুল আজিম, জাতীয় পার্টি নাছিম উদ্দিন মো. বায়েজিদ পেয়েছেন লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশ সফি উল্যাহ আল মুস্তফা পেয়েছেন হাতপাখা, স্বতন্ত্র প্রার্থী আবু সায়েদ মোহাম্মদ নোমান পেয়েছেন মটর গাড়ী (কার), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী পেয়েছেন নোঙ্গর, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট মো. মোজাম্মেল হক পেয়েছেন ছড়ি ও স্বতন্ত্র প্রার্থী কেফায়েত উল্যা পেয়েছেন আপেল প্রতীক। আসনটিতে মোট ভোটার রয়েছেন ২,৫৮,৮৫৪জন। এবার নোয়াখালীর ৬টি আসনে মোট ৪৯জন প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ