Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাংনীতে আ. লীগের এক পক্ষকে অপর পক্ষের হামলা, আহত ৫

মেহেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৮, ৪:০১ পিএম
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মেহেরপুরের গাংনী উপজেলায় স্থানীয় আওয়ামী লীগের এক পক্ষের ওপর অপর পক্ষের হামলা চালানোর ঘটনা ঘটেছে। হামলায় এক পক্ষের পাঁচজন আহত হয়েছেন। আজ সোমবার সকাল আটটার দিকে উপজেলার সাহারবাটি ইউনিয়নের দুর্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
আহত ব্যক্তিদের মধ্যে একজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য চারজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 
আহত ব্যক্তিরা হলেন উসমান গনি, আব্দুর রাজ্জাক, আজমত আলী, এনামুল আলী ও জিয়া উদ্দীন।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে কেন্দ্রীয় বিরোধের জের ধরে গাংনী উপজেলা ছাত্রলীগ সভাপতি দুর্লভপুর গ্রামের বাসিন্দা তোহিদুল ইসলাম ও দুলর্ভপুর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হায়দার আলী পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। দুই পক্ষের মধ্যে গত তিন দিন ধরে উত্তেজনা চরমে পৌঁছে। সকালে ওই গ্রামের একটি চায়ের দোকানে হায়দার আলীর কর্মীদের ওপর হামলা চালায় তোহিদুল ইসলামের সমর্থকেরা। রামদা দিয়ে কুপিয়ে তাঁরা হায়দার আলীর পাঁচজন সমর্থককে রক্তাক্ত করেন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসকেরা জিয়া উদ্দীনকে রেখে অন্যদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
 
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত। 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ