Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাংনীতে এক ব্যক্তির লাশ উদ্ধার

মেহেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৮, ১২:০১ পিএম
মেহেরপুরের গাংনী উপজেলার অামতৈল গ্রামের মটারের মাঠ থেকে অাব্দুল মজিদ ওরফে ফইম হোসেন (৩৪) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
সোমবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার সময় অামতৈল গ্রামের মটারের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। ফইম হোসেন অামতৈল গ্রামের মাদ্রাসাপাড়া এলাকার ইসাহাক অালীর ছেলে।
 
উপ পরিদর্শক (এসঅাই) শাকিল জানান, ওই এলাকার অাব্দুস সাত্তারের মেহগনি বাগানে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে। 
 
তার মুখে ও শরীরের বিভিন্ন স্থানে অাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে কোনো কিছু দিয়ে অাঘাত করার পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নিহতের স্ত্রী রুনি খাতুন জানান, রোববার (২ ডিসেম্বর) বিকেলে  তার স্বামী ফইম হোসেন বাড়ি থেকে বের হয়ে অার ফিরে অাসেননি। রাতে তাকে অনেক খোঁজাখুজি করেও কোথাও পাওয়া যায়নি।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ