Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চকরিয়ায় বিএনপি নেতাকে নির্যাতনের অভিযোগ

বিশেষ সংবাদদাতা, কক্সবাজার | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৮, ১১:১৮ এএম
চকরিয়া পৌর শহরের মগবাজার এলাকা থেকে পৌর বিএনপির ৬নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে তুলে নিয়ে মহাজোট মনোনীত প্রার্থী জাফর আলমের ভাতিজা কাউন্সিলর জিয়াবুল
নির্মম নির্যাত করেছে খবর পাওয়াগেছে।
 
তবে জনগণের প্রতিরোধের মূখে জিয়াবুল ও তার বাহিনী পালিয়ে যায় বলে জানাগেছে। রোববার বিকেল ৫ টার দিকে এই ঘটনা ঘটে।
 
নির্যাতনের শিকার বিএনপি নেতা সাইফুল ইসলাম অভিযোগ করেন, বিকেল ৫টার দিকে তিনি পৌর শহরের মগবাজারের একটি স‘মিলে গাছ চিরাই করতে যান। 
 
ওই স‘মিলের কাছে অপেক্ষাকালীন সময়ে আকস্মিকভাবে চকরিয়া-পেকুয়া আসনের মহাজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী জাফর আলমের ভাতিজা ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াবুল এবং তার বাহিনীর ১৪/১৫ জন স্বশস্ত্র লোক তাকে তুলে নিয়ে নিকটস্থ একটি ঘরে আটকে রাখে।
 
সাইফুলের দাবি, সেখানে তাকে দীর্ঘ এক ঘন্টা ধরে নির্যাতন চালানো হয়। এমনকি তাকে বিদ্যুতের শক দেয়ার কথাও জানান তিনি।
 
পরে এই ঘটনা এলাকায় জানাজানি হলে লোকজন জড়ো হন। অবস্থা বেগতিক দেখে সাইফুল ইসলামকে ছেড়ে দেয় জিয়াবুল ও তার সাঙ্গপাঙ্গরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করেন।
এদিকে চকরিয়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম হায়দার ও সাধারণ সম্পাদক এম মোবারক আলী অভিযোগ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় ত্রাস সৃষ্টি করতে মহাজোটের প্রার্থী জাফর আলমের ভাতিজা ‘জিয়াবুল বাহিনী’ এ ঘটনা ঘটিয়েছে।
তারা এব্যপারে আইনশৃংখলা বাহিনীকে তদন্তপূর্বক দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ