Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিসরে সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে পুলিশি ঘেরাও

প্রকাশের সময় : ৬ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দুই সাংবাদিককে গ্রেফতারের পর বিক্ষোভ-প্রতিবাদ দমনে মিসরে সাংবাদিক ইউনিয়নের সদর দফতর ঘিরে ফেলেছে দাঙ্গা পুলিশ। সেখানে সাংবাদিকদের প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রতিবাদে গত বুধবার সদর দফতরের বাইরে কয়েকশ সাংবাদিক বিক্ষোভ করেছেন। মিসরের সাবেক সেনা প্রধান ও বর্তমান প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল-সিসি তার বিরুদ্ধে যে কোনও ধরনের বিক্ষোভ ও প্রতিবাদে নিষেধাজ্ঞা জারির পর দেশটি যে আন্দোলন চলছে এ ঘটনা তারই অংশ। গত বুধবার সাংবাদিক ইউনিয়নের কার্যালয় দাঙ্গা পুলিশ ঘিরে রাখার প্রতিবাদে কয়েকশ সাংবাদিক বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীরা শ্লোগান দেন, সাংবাদিকতা কোনও অপরাধ নয়। তারা দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাগদি আবদেল-গাফফারের পদত্যাগও দাবি করেন। পুলিশ সদর দফতরে প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউনিয়নের সদস্য ছাড়া কাউকেই প্রবেশ করতে দিচ্ছে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিসরে সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে পুলিশি ঘেরাও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ