Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়ায় বেগুনি হীরার সন্ধান

প্রকাশের সময় : ৬ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বেগুনি হীরা পৃথিবীতে দুর্লভ। এই দুর্লভ প্রজাতির সবচেয়ে বড় হীরার টুকরোটির সন্ধান মিলেছে অস্ট্রেলিয়ার দূরবর্তী আরগাইল খনিতে। মঙ্গলবার এই হীরক খ-ের মালিক রিও টিনটো কোম্পানি জানিয়েছে তাদের বাৎসরিক গোলাপি হীরার শোকেসে এই বেগুনি হীরাটি মধ্যমণি হিসেবে ঠাঁই পাবে। এই মূল্যবান পাথরটি ২০১৫ সালের আগস্ট মাসে এমন একটি খনিতে খুঁজে পাওয়া যায় যেখানে বিশ্বের ৯০ শতাংশ গোলাপি ও লাল হীরা পাওয়া গেছে। হীরাটির প্রকৃত ওজন ছিল ৯ দশমিক ১৭ ক্যারেট। হীরাটিকে মেশিনে কেটে পলিশ করার পর এর ওজন দাঁড়ায় ২ দশমিক ৮৩ ক্যারেট। এর আকৃতি হয় উপবৃত্তাকার। রিও টিনটো কোম্পানির জেনারেল ম্যানেজার প্যাটরিক কোপেন্স একটি বিবৃতিতে বলেছেন, হীরাটি অবিশ্বাস্য মাত্রায় দুর্লভ। রঙ, সৌন্দর্য এবং আকৃতিতে এটার চাহিদাও হবে অবিশ্বাস্য রকমের। কোম্পানি জানিয়েছে, হীরাটিতে যুক্তরাষ্ট্রের জেমোলজিক্যাল ইন্সটিটিউটে পরীক্ষা করা হয়েছে। তবে কোম্পানি থেকে এখনই হীরাটির মূল্য নির্ধারণ করা হয়নি। আরগাইল গোলাপি হীরার প্রতি ক্যারেটের দাম এর আগে উঠেছে ১-২ মিলিয়ন মার্কিন ডলার। সাধারণত সাদা হীরার চাইতে গোলাপি কিংবা লাল হীরার দাম ৫০ গুণ বেশি হয়। বেগুনি হীরাটি বিক্রির জন্য কোপেনহেগেন, হংকং এবং নিউইয়র্কে টেন্ডার দেয়া হবে বলে জানিয়েছে কোম্পানিটি। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়ায় বেগুনি হীরার সন্ধান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ