Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষুধায় নিজের পা খেল কুকুর

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

টানা কয়েকদিন কোন খাবার না পেয়ে ক্ষুধার জ্বালায় নিজের পা খেয়েছে একটি পোষ্য কুকুর। কুকুরটির বয়স ৬ বছর। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে আমেরিকার দক্ষিণ ক্যারোলিনায়। এখানকার বাসিন্দা জেসিকা জেমস (৩২) ও স্কাইলার ক্রাপ্ট (৩৮) শখ করে কিনেছিল কুকুরটি। কিন্তু কেনার পর কোন যত্ন নিতনা, দিত না কোন খাবারও। একপর্যায়ে খাবার বন্ধ করে দিলে অসুস্থ হয়ে পড়ে এবং খিদার জ্বালায় নিজের পা-ই খেয়ে ফেলে। খবর পেয়ে কুকুরটিকে উদ্ধার করে স্থানীয় পশুপ্রেমী সংস্থার কর্মীরা। এক উদ্ধারকর্মী জানান, খাবার না পেয়ে কুকুরটির প্রায় মারা যাচ্ছিলো। দাঁড়ানোর মত শক্তিও ছিল না কুকুরটি। তবে বর্তমানে বেশ ভাল আছে কুকুরটি। নিউজ উইক, ইনশর্টস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পা খেল কুকুর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ