মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাক-চীন যৌথ সামরিক মহড়া ‘ওয়্যারিয়র-সিক্স ২০১৮’ তে অংশ নিতে চীনের পিপলস লিবারেশন আর্মির একটি বিশেষ কনটিনজেন্ট শনিবার পাকিস্তান পৌঁছেছে। দুই দেশের সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপের সেনারা দীর্ঘ তিন সপ্তাহ এই মহড়ায় অংশ নেবে। ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্সের (আইএসপিআর) এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। সন্ত্রাস দমন অভিযানের ব্যাপারে একে অন্যের অভিজ্ঞতা বিনিময়ই এই মহড়ার অন্যতম উদ্দেশ্য। এই ধারার এটি ষষ্ঠ যৌথ মহড়া। দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতার অংশ হিসেবে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। চলতি মাসের শুরুর দিকে পাকিস্তান ও চীনের যৌথ ইন্টারন্যাশনাল এয়ার ড্রিল-শাহীন সেভেন অনুষ্ঠিত হয়। এটিও অনুষ্ঠিত হয় পাকিস্তানের একটি বিমান ঘাঁটিতে। পাকিস্তানের বিমান বাহিনীর একজন মুখপাত্রের মতে, চীনা কনটিনজেন্টে পাইলট এবং প্রতিরক্ষা নিয়ন্ত্রণকারীরা থাকছেন। সেপ্টেম্বরে, একজন সিনিয়র চীনা জেনারেল পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়াকে বলেন যে, পাকিস্তান ও চীনের সম্পর্কের মেরুদণ্ড হলো দুই দেশের সামরিক সম্পর্ক। এসএএম
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।