মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বিরল জেনেটিক রোগ প্রজেরিয়া নিয়ে ভারতে জনসচেতনতামূলক প্রচার চালানো নিহাল বিটলা মারা গেছেন। মুম্বাইয়ের বাসিন্দা ১৫ বছর বয়সী বিটলা প্রজেরিয়ায় আক্রন্ত ছিলেন। প্রজেরিয়ায় আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে স্বাভাবিকের তুলনায় তার শরীরের বয়স প্রায় আটগুণ দ্রুত বৃদ্ধি পায়। শিশু বয়সেই তাদের দেহ বৃদ্ধদের মতো হয়ে যায়। বিবিসি জানায়, প্রজেরিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাতেন বিটলা। প্রজেরিয়া আক্রান্তদের নিয়ে বোস্টনে একটি ক্লিনিক্যাল ট্রায়ালে বিটলা ভারতের আরও ৬০ জন প্রজেরিয়া রোগীকে নিয়ে অংশ গ্রহণের চেষ্টা করার সময় প্রথম গণমাধ্যমের নজরে আসেন। সম্প্রতি বিটলা সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘হ্যাটসঅনফরপ্রজেরিয়া’ নামে একটি প্রচারাভিযান চালান এবং একদল সমর্থককে নিয়ে মুম্বাইয়ের ঐতিহ্যবাহী ছত্রপতি শিবাজি রেলওয়ে স্টেশনে জড় হন। এছাড়া ব্যাঙ্গালুরুতে ‘রানফরপ্রজেরিয়া’ নামে একটি ইভেন্টের আয়োজনও করেন। ফেসবুক পেজ ‘হিউম্যানস অব বোম্বে’তে বিটলার জীবন কাহিনী প্রকাশ পাওয়ার পর গত বছর ডিসেম্বরে বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান বিটলার সঙ্গে সাক্ষাৎ করেন। জি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।