Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

সীমান্তে তিন ডিভিশন সেনা মোতায়েন করবে রাশিয়া

প্রকাশের সময় : ৬ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, তার দেশের সীমান্তে নতুন তিন ডিভিশন সেনা মোতায়েন করা হবে। ন্যাটো সামরিক জোটের পূর্বদিকে বিস্তার ঠেকাতে এ সেনা মোতায়েন করা হবে বলে জানান তিনি। তিনি বলেন, রুশ সীমান্তের কাছাকাছি ন্যাটোর ক্রমবর্ধমান সেনা মোতায়েন ঠেকাতে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন ডিভিশন চলতি বছরের শেষ নাগাদ গঠন শেষ হবে এবং তাদেরকে পশ্চিমাঞ্চলীয় ও দক্ষিণাঞ্চলীয় সীমান্তে মোতায়েন করা হবে বলে জানান তিনি। গত সপ্তাহে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, রুশ সীমান্তের কাছে চলে আসছে ন্যাটো। এ অবস্থায় নিজ নিরাপত্তা রক্ষায় রাশিয়াকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি। হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, এ অবস্থায় নিজ নিরাপত্তা বজায় রাখতে মস্কো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সুইডেনের সংবাদপত্র দেগেনস নেইহেতারকে দেয়া সাক্ষাৎকারে এ সব কথা বলেন তিনি। সদস্য দেশগুলোর সীমান্তে রাশিয়া বিপজ্জনক তৎপরতা চালাচ্ছে বলে ন্যাটো যে দাবি করে তা নাকচ করে দেন ল্যাভরভ। আইআরআইবি।  



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সীমান্তে তিন ডিভিশন সেনা মোতায়েন করবে রাশিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ