Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে পানি প্রবাহ বন্ধে রাভিতে বাঁধ

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

পাঞ্জাবের রাভি নদীতে শাহপুরকান্দি বাঁধ নির্মাণ প্রকল্প অনুমোদন করেছে নয়া দিল্লি। এই বাঁধ নির্মিত হলে নদীর যে পানি এখন পাকিস্তানে প্রবেশ করছে তা বন্ধ করতে সক্ষম হবে ভারত। ২০২২ সালে বাঁধের কাজ শেষ হলে জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবে সেচ পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা এই অনুমোদন দেয়। ১৭ বছর আগে ২,২৮৫ কোটি রুপির এই প্রকল্প গ্রহণ করা হলেও রাজ্যের অর্থিক সংকটের কারণে প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। প্রকল্পটি বাস্তবায়নের জন্য আগামী পাঁচ বছরে কেন্দ্র ৪৮৫ কোটি রুপি দেবে। পাকিস্তানের সঙ্গে ভারতের সিন্ধু পানি চুক্তির কথা মাথায় রেখে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নেয়। ১৯৬০ সালে সই হওয়া ওই চুক্তিতে ভারতকে পূর্বাঞ্চলের তিনটি নদী রাভি, বিয়াস ও সাতলুজের পানি ব্যবহারের পূর্ণ অধিকার দেয়া হয়। এই প্রকল্প পাঞ্জাবের অতিরিক্ত ৫,০০০ হেক্টর জমি ও জম্মু-কাশ্মীরের ৩২,১৭৩ হেক্টর জমি সেচের আওতায় আনবে। তাছাড়া পাঞ্জাব ২০৬ মেগাওয়াট পানিবিদ্যুৎ উৎপাদন করতে পারবে। ২০০১ সালে ভারতের পরিকল্পনা কমিশন এই প্রকল্প অনুমোদন করে। পরে ২০০৯ সালের আগস্টে সেচ মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটি শাহপুরকান্দি বাঁধের পরিবর্তিত ব্যয় অনুমোদন করে। ২০০৯-১১ মেয়াদে বাঁধটি নির্মাণের জন্য কেন্দ্র ২৬ কোটি রুপি দিলে পাঞ্জাব সরকারের তহবিলে সংকট থাকায় কাজ তেমন অগ্রসর হয়নি। তাছাড়া কাশ্মীরের সঙ্গেও এই বাঁধ নিয়ে পাঞ্জাবের বিরোধ রয়েছে। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাভিতে বাঁধ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ