মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
“বাংলার মাটিতে বিহারি, অসমীয়াদের নিয়ে বিভাজনের রাজনীতি করতে দেবো না।” শুক্রবার ডায়মন্ড হারবারের গঙ্গার তীর সৌন্দর্যায়ন প্রকল্পের ফলক উন্মোচন করতে এসে এমনটাই বললেন ডায়মন্ড হারবারের এমপি অভিষেক বন্দোপাধ্যায়। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “হিন্দুত্ব নিয়ে যাঁরা রাজনীতি করছেন তাঁদের উদ্দেশ্যে বলছি, আগুন নিয়ে খেলবেন না।” তিনি আরও বলেন, “কেন্দ্রীয় সরকার এই প্রকল্প রূপায়ণে সহায়তা করছে না। তবুও এমপি ল্যাডস (মেম্বার অফ পার্লামেন্ট লোকাল এরিয়া ডেভেলপমেন্ট স্কিম) প্রকল্প রূপায়ণে আমি সারা ভারতে প্রথম হয়েছি। এটা ডায়মন্ড হারবার, তথা বাংলার গর্ব। আমি আমার এমপি কোটার টাকার পুঙ্খানুপুঙ্খ হিসেব দিয়েছি নিঃশব্দ বিপ্লবের মাধ্যমে। প্রকল্পটি রূপায়ণের জন্যে পঁচিশ কোটি টাকা খরচ করার কথা, সেখানে প্রথম পর্যায়ের সাড়ে বারো কোটি টাকার কাজ আজ থেকে শুরু হচ্ছে।” ফলক উন্মোচনের সঙ্গে সঙ্গে জায়েন্ট স্ক্রিনে ভেসে ওঠে পর্যটন মানচিত্রের ছবি। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দেখেন ভবিষ্যতের রোমাঞ্চকর দৃশ্য। প্রস্তাবিত নকশা অনুযায়ী, জেটিঘাট থেকে কেল্লার মাঠ পর্যন্ত ১১৭ নম্বর জাতীয় সড়ক বরাবর হুগলি নদীর পাড়ের সৌন্দর্যায়ন নিয়ে কী ধরনের পরিকল্পনা নেওয়া যায় তা নিয়ে প্রত্যেকের মধ্যে মত বিনিময় হয়। পরিকল্পনা মাফিক নদীর পাড় বিদেশের ধাঁচে তৈরি করা হবে। নদীর পাড় কংক্রিট দিয়ে বাঁধানো হবে। সেখানে পর্যটকদের সময় কাটানোর জন্য থাকবে বসার ব্যবস্থা। সঙ্গে থাকছে পর্যাপ্ত আলো। ইন্ডিয়ান এক্সপ্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।