Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাপানে তিন লক্ষাধিক বিদেশি শ্রমিক নিয়োগ পেতে পারে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

শ্রমিক স্বল্পতা দূর করতে অভিবাসন নীতি শিথিল করে জাপানের পার্লামেন্টে একটি বিতর্কিত আইন অনুমোদন পেয়েছে। এই আইন পাস হওয়ার ফলে নির্মাণ, কৃষি ও নার্সিং খাতে এপ্রিল মাস হতে বিদেশি শ্রমিক নিয়োগ দেওয়া যাবে। নতুন ব্যবস্থায় ৩ লাখের বেশি বিদেশি শ্রমিক দেশটিতে নিয়োগ পেতে পারেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে। দীর্ঘদিন ধরেই জাপান অভিবাসীদের প্রতি কঠোর ছিল। কিন্তু জনসংখ্যার বয়স বৃদ্ধির ফলে এখন সরকার বলছে দেশটির বিভিন্ন খাতে আরও বিদেশি শ্রমিক প্রয়োজন। তবে বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে, নতুন আইনে শ্রমিকরা দেশটিতে নিয়োগের পর নিপীড়নের মুখে পড়তে পারেন। নতুন আইনে ভিসার দুটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। প্রথম ক্যাটাগরিতে নির্দিষ্ট দক্ষতা ও জাপানি ভাষায় পারদর্শী শ্রমিকরা পাঁচ বছরের কাজের অনুমতি পাবেন। দ্বিতীয় ক্যাটাগরিতে উচ্চ দক্ষতা সম্পন্ন শ্রমিকদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হবে। জাপানের ব্যবসায়ী সম্প্রদায় দীর্ঘদিন ধরেই অভিবাসন আইন শিথিল করে বিদেশি শ্রমিক নিয়োগের জন্য আহ্বান জানিয়ে আসছিলেন। বিবিসি।



 

Show all comments
  • AbdullahAlmamun ৯ ডিসেম্বর, ২০১৮, ১:৪৬ পিএম says : 0
    কিভাবে জপান যাওয়া যাবে?নিয়ম কি?
    Total Reply(0) Reply
  • MD:Abdul Zabbar ১৬ ডিসেম্বর, ২০১৮, ১২:১৩ পিএম says : 0
    Khub valo sujog
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাপানে শ্রমিক নিয়োগ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ