মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মাফিয়া ধরতে ইউরোপজুড়ে যৌথ অভিযান চালিয়েছে জার্মানি, ইটালি, নেদারল্যান্ডস ও বেলজিয়াম পুলিশ। এই অভিযানে ইটালির একটি মাফিয়া সংগঠনের ৯০ জন ধরা পড়েছে বলে জানা গেছে। জার্মান সংবাদ মাধ্যম জানিয়েছে, গ্রেফতারকৃতরা ইতালির কালাব্রিয়া অঞ্চলের ‘এনড্রেনগেটা’ মাফিয়া সংগঠনের সদস্য। জানা গেছে, কয়েক বছরের তদন্ত শেষে এনড্রেনগেটার বিরুদ্ধে এই অভিযান শুরু করে চার দেশের পুলিশ। অবশ্য সুইজারল্যান্ডের পুলিশও তদন্তকাজে সহায়তা করেছে। অভিযান সমন্বয়ের দায়িত্বে আছে ইউরোপীয় ইউনিয়নের জুডিশিয়াল কো-অপারেশন ইউনিট, যা ‘ইউরোজাস্ট’ নামে পরিচিত। এর আগে জার্মান গণমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, দেশটির সবচেয়ে জনবহুল নর্থরাইন ওয়েস্টফালিয়া রাজ্যে মূল অভিযান চলেছে। কারণ, ঐ রাজ্যে এনড্রেনগেটার বড় উপস্থিতি আছে বলে মনে করা হয়। এছাড়া বাভারিয়া, টুরিঙ্গিয়া ও বার্লিনেও অভিযান চলেছে বলে জানা গেছে। ডয়েচে ভেলে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।