Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ঢাকা’র বাকি অংশের শূটিং হবে থাইল্যান্ডে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০১৮, ১২:০৮ এএম

ভারতের আহমেদাবাদ এবং মুম্বাইতে শূটিং শেষে এবার থাইল্যান্ড গিয়েছে ক্রিস হেমসওয়ার্থ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘ঢাকা’। ইনস্টাগ্রামে শূটিং সেট থেকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন ক্রিস। বাংলাদেশের রাজধানী শহর ঢাকাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে নেটফ্লিক্সের প্রজেক্ট ঢাকা, এমন তথ্য দিয়েছে হিন্দুস্তান টাইমস। অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার-এর দুই পরিচালক জো রুশো ও অ্যান্থনি রুশো প্রযোজনা করছেন সিনেমাটি। পরিচালনা করেছেন স্যাম হারগ্রেভ। গত নভেম্বর থেকে ভারতে সিনেমাটির শূটিং শুরু হয়ে মূল অংশের শূটিং শেষ হয়েছে। অবশিষ্ট অংশ থাইল্যান্ডে শূটিং হবে। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে থরখ্যাত তারকা ক্রিস হেমসওয়ার্থকে। একজন অপহৃত ভারতীয় ছেলেকে ঢাকা থেকে উদ্ধার করবেন তিনি। ইনস্টাগ্রামের একটি পোস্টে তিনি জানিয়েছেন, সিনেমাটিতে তিনি একজন প্রাক্তন সামরিক সদস্যের ভ‚মিকায় থাকছেন। সিনেমাটিতে ভারতের অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর অভিনয় করার কথা থাকলেও শিডিউল ব্যস্ততার কারণে তিনি সময় দিতে পারেননি। তার বদলে অভিনয় করছেন রণদীপ হুদা। এছাড়াও ভারত থেকে আছেন মনোজ বাজপেয়ী।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ