Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শীর্ষে নিউজিল্যান্ড

প্রকাশের সময় : ৫ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : বার্ষিক হালনাগাদের পর আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে দারুণ সুখবর বয়ে এনেছে নিউজিল্যান্ডের জন্য। দুই ধাপ এগিয়ে প্রথমবারের মত টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে কিউইরা। শীর্ষস্থান থেকে ভারত নেমে গেছে দুইয়ে। হালনাগাদে নিউজিল্যান্ডের বেড়েছে ১২ পয়েন্ট, ভারতের ৬। দুই দলেরই পয়েন্ট ১৩২। তবে ভগ্নাংশের হিসেবে +০.২১ পয়েন্টে এগিয়ে নিউজিল্যান্ড। অবশ্য দু:সংবাদ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। দুই থেকে তিনে নেমে গেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। এবারের হালনাগাদে কাটা পড়েছে ২০১২-১৩ মৌসুম। বিবেচনার বাইরে চলে গেছে ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেটিতেও চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবারের হালনাগাদে তাদের অবনমনের কারণ সেটিই। অবস্থানের নড়চড় হয়নি বাংলাদেশের। বাড়েনি বা কমেনি রেটিং পয়েন্টও। আগের মতো আফগানিস্তানের পেছনে থেকে বাংলাদেশ আছে ১০ নম্বরে। রেটিং পয়েন্টও থমকে আছে ৭৪-এ। আফগানিস্তানের রেটিং পয়েন্ট কমে যাওয়ায় অবশ্য কমেছে বাংলাদেশে সঙ্গে ব্যবধান, এখন তা ৪ পয়েন্ট। ভারতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ড উতরালেও সুপার টেন পর্বে সব ম্যাচ হেরেছে বাংলাদেশ। অন্যদিকে আফগানিস্তান সুপার টেনে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে, পরে যারা জিতেছে শিরোপা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শীর্ষে নিউজিল্যান্ড
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ