নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগে শীর্ষ দশ দলের মধ্যে সবচেয়ে কম মূল্যমানের দল লেস্টার সিটি। এই দল নিয়েই লিগ শিরোপা জিতেছে তারা। ক্লাদিওর রেনিয়েরির দলের মোট খেলোয়াড় মূল্য ৫৭ মিলিয়ন পাউন্ড। তাদের মোট মূল্য মানের চেয়ে ম্যানচেস্টার সিটির এক কেভিনো ডি ব্রুইনের মূল্যই ৫ লাখ ইউরো বেশি! তবে বেশি অর্থ ঢাললেই যে শিরোপা জেতা যায় না এটা বোধ হয় সিটি বা রিয়াল মাদ্রিদেই চেয়ে কম দলই জানে। সেই কথাটিই আবার স্বরণ করিয়ে দিলেন লেস্টার গুরুÑ ‘বড় অর্থ বড় দল তৈরী করে এবং সাধারণত তারাই শিরোপা জেতে। কিন্তু এখন আমরা বলতে পারি সেটা ৯৯ ভাগ সময়ে।’
মুখে যাই বলুন না কেন সামনের মৌসুমটা যে তার জন্য সহজ হবে না সেটা ভালো করেই জানেন রেনিয়েরি। তার পরও তার দলের বর্তমান খেলোয়াড়দের ওপরেই আস্থা রাখতে চান তিনি। যদিও আসছে দলবদলে তার শিষ্যদের তিনি ধরে রাখতে পারবেন কি-না তা তিনি জানেন না। এমন দুর্দান্ত মৌসুম কাটানোর পর মিডফিল্ডার এনগোলা কোন্তে, স্ট্রাইকার জেমি ভার্ডি ও রিয়াদ মাহরেজকে যে কোন বড় দলই কিনতে চাইবে। এক্ষেত্রে কি তাদের আটকাতে পারবেন রেনিয়েরি? এমন প্রশ্নে ৬৪ বছর বয়সী বলেন, ‘আসছে মৌসুমে আমার ফোন বেজে উঠবে। কিন্তু অমি তাদের বলব, আমার খেলোয়াড় কেনার মত যথেষ্ট অর্থ কি তোমার আছে? এরপরও যদি আমার ছেলেরা চলে যেতে চায় তাহলে আমি তাদের বুঝিয়ে রাখার চেষ্টা করব। কারণ তুমি যদি চলে যাও তাহলে যান না সেখানে কি অপেক্ষা করছে, কিন্তু এখানে তুমিই রাজা।’
আসছে মৌসুমে তার দল খেলবে স্বপ্নের চ্যাম্পিয়ন্স লিগে। সেখানে আরো বড় পরীক্ষায় নামতে হবে তাকে। এজন্য নতুন খেলোয়াড় কিনতে চান কি-না এমন প্রশ্নে নিজের ছেলেদের প্রতি আস্থা রেখে তিনি বলেন, ‘আমার তারকার দরকার নেই, আমরা আমাদের খেলোয়াড়দেরই চাই। কোন তারকা ছাড়াই আমি আমার দলের উন্নতি করতে চাই তবে সঠিক খেলোয়াড়দের নিয়ে।’ রেনিয়েরির সবচেয়ে বড় প্রমান সম্ভবত ডিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রতি বছরই তাকে হারাতে হয় দলের সেরা খেলোয়াড়দের। অতি সাধারণ মানের খেলোয়াড় নিয়েই কি দুর্দান্তভাবে লড়ে যাচ্ছেন এই আর্জেন্টাইন। লিগে আর মাত্র দুই ম্যাচ বাকি। বার্সেলোনার সমান পয়েন্ট তাদের, এক পয়েন্ট পিছিয়ে রিয়াল। পা রেখেছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।