Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

ময়মনসিংহেও ফুলেল সংবর্ধনা

প্রকাশের সময় : ৫ মে, ২০১৬, ১২:০০ এএম

মোঃ শামসুল আলম খান: মঙ্গলবার দুপুর। অধীর অপেক্ষা সবার। অবশেষে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন এসে থামলো ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে। ব্যাগ-ট্রলি হাতে একে একে নেমে এলেন তাসলিমা, সাজেদা, শামসুন্নাহার, মারিয়া, মাহমুদা ও নাজমারা।  ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার অজপাড়াগাঁ কলসিন্দুরে তাদের বাড়ি।  তারা এএফসি অনুর্ধ্ব-১৪ মহিলা ফুটবলের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ জয় করে এসেছে, জয় করে এসেছে তাজিকিস্তান। ময়মনসিংহ ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা আর দেরী করলেন না। তাদের গলায় পড়িয়ে দিলেন ফুলের মালা। হাতে তুলে দিলেন রজনীগন্ধার স্টিক। নিজের জেলা শহরে পা দিয়ে এমন ভালবাসায় অভিভূত এ ফুটবল কন্যারা। ময়মনসিংহ জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি উমর হায়াত খান নইমের নেতৃত্বে তাদের এভাবে বরণের পর ছিটানো হলো পার্টি ¯েপ্র। মারিয়া-সাজেদাদের চোখে-মুখে তখন অবারিত আনন্দের উচ্ছ্বাস। অনুভূতি জানিয়ে সাজেদা ও মারিয়া বলেন, ‘শুরু থেকেই আমাদের টার্গেট ছিল শিরোপা জেতার। আমরা প্রতিটি ম্যাচেই খুব ভাল খেলছিলাম। চ্যাম্পিয়ন শিরোপা জিতে হেসেই আমরা মাঠ ছেড়েছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ময়মনসিংহেও ফুলেল সংবর্ধনা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ