নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : ব্যাটিংটা ভিক্টোরিয়ার প্রধান শক্তি বলে ভিক্টোরিয়াকে ২২২ টার্গেট দিয়ে স্বস্তিতে থাকার উপায় ছিল না আবাহনীর। হাতে তাদের তিন উইকেট থাকলেও শেষ ১০ ওভারে ৪৫ রানের টার্গেটকে অনতিক্রমযোগ্য মনে হয়নি ভিক্টোরিয়ার। ইনফর্ম সোহরাওয়ার্দি শুভ উইকেটে আছেন বলে ফতুল্লায় আবাহনীকে ভাবনায় রেখেছে শতবর্ষী এই ক্লাবটি। এমনকি লক্ষ্য তাড়া করতে যেয়ে শেষ ৩০ বলে ২৫, কিংবা শেষ ১৮ বলে ১৬ রানেও রোমাঞ্চকর জয়ের অপেক্ষায় ছিল ভিক্টোরিয়া। তবে শ্লগেই এলোমেলো হয়ে গেছে ভিক্টোরিয়ার সাকলায়েন সজীবের বলে বাঁ হাতি লোয়ার অর্ডার সোহরাওয়ার্দি শুভ (৪৫) এলবিডাব্লু হলে ম্যাচটি হাতের মুঠোয় নিয়ে আসে আবাহনী। কামরুল ইসলাম রাব্বীকে তাসকিন এলবিডাব্লুতে ফিরিয়ে দিয়ে ১৫ বল হাতে রেখে ৯ রানে জিতে স্বস্তির জয়ে মেতে ওঠে আবাহনী।
এই ম্যাচে শ্লগেই ধাক্কা খেয়েছে দল দু’টি। শ্রীলঙ্কান বাঁ হাতি স্পিনার চাতুরঙ্গ সিলভার ভেল্কিতে শেষ ১০ ওভারে ৫৯ যোগ করতে হারিয়েছে আবাহনী ৫ উইকেট, সেখানে এই পর্বে ৩৬ রানে শেষ তিন উইকেট হারিয়েছে ভিক্টোরিয়া। অথচ তামীম-অভিষেকের ওপেনিং পার্টনারশিপের ৯৭, এবং ৬ষ্ঠ জুটির ৭২ এ বড় স্কোরের সম্ভাবনা কিন্তু ছিল আবাহনীর। চলমান প্রিমিয়ার ডিভিশনে তামীম দ্বিতীয় ফিফটিকে টেনে নিতে পেরেছেন ৬৩ পর্যন্ত। যে ইনিংসে ৮টি চারের মধ্যে কামরুল ইসলাম রাব্বীকে এক ওভারে ২টি বাউন্ডারি মেরেছেন এই বাঁ হাতি। এই ম্যাচে চাতুরঙ্গা সিলভা লিস্ট ‘এ’ ক্যারিয়ারে নিজের সেরা বোলিং করেছেন (৬/৩৫)।
আস্কিং রান তাড়া করতে যেয়ে শুরুতেই বড় ধরনের ধাক্কা খেতে হয়েছে ভিক্টোরিয়াকে। দুই ইনফর্ম ওপেনার মজিদ এবং ফজলে রাব্বীকে পর পর ২ ওভারে হারিয়েছে তারা স্কোরশিটে যখন রান মাত্র ৯। সেখান থেকে ৩য় জুটির ৫৫, ৪র্থ জুটির ৩৪ এবং ৭ম জুটির ৬১ রানে আবাহনীকে ভালই ঝাঁকুনি দিতে পেরেছে ভিক্টোরিয়া। তবে ৩য় রাউন্ডে মোহামেডানকে হারিয়ে আসরটি জমিয়ে তোলা ভিক্টোরিয়াকে চলমান আসরে ৪র্থ রাউন্ডে এসে প্রথম হারের তিক্ত স্বাদ পেতে হলো। এই ম্যাচেও ভিক্টোরিয়ার মিডল অর্ডার আল আমিন দারুন লড়েছেন (৫৩ বলে ৮ চার এ ৫৬)। জয়ের ধারায় ফিরেছে আবাহনী। ৪র্থ ম্যাচে এটি তাদের ৩য় জয়, অন্যদিকে প্রথম হার ভিক্টোরিয়ার। তবে এই ম্যাচে ভিক্টোরিয়ার ইনিংসে পাঁচ পাঁচজন ব্যাটসম্যানের এলবিডাব্লুতে কাটা পড়ায় আম্পায়ারিং নিয়ে প্রশ্ন উঠিয়েছে ভিক্টোরিয়া। শেষ তিন উইকেটের তিনটিই এলবিডাব্লু!
আবাহনীÑভিক্টোরিয়া
আবাহনী : ২২১/১০ (৫০.০ ওভারে), তামীম ৬৩, অভিষেক ৪৪, মোসাদ্দেক সৈকত ৪৩, কামরুল রাব্বী ৩/৩৮, চাতুরঙ্গা সিলভা ৬/৩৫। ভিক্টোরিয়া : ২১২/১০ (৪৭.৩ ওভারে), মুমিনুল ২০, আল আমিন ৫৬, চাতুরঙ্গা সিলভা ২৫, ধীমান ৩১, সোহরাওয়ার্দি শুভ ৪৫, তাসকিন ২/২৯, নাজমুল শান্ত ২/৪৩, মোসাদ্দেক সৈকত ২/৩৪, সাকলায়েন সজীব ২/৪৬, জুবায়ের ২/৪১। ফল : আবাহনী ৯ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : চাতুরঙ্গা সিলভা (ভিক্টোরিয়া)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।