Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় ভোটের বাজারে আলেম ওলামার কদর!

মহসিন রাজু , বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০১৮, ১২:০২ এএম

হঠাৎ করেই ভোটের বাজারে কদর বেড়ে গেছে আলেম-ওলামার। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মহাজোটের শরিক ও জাতীয় পার্টির এমপি কাম এমপি প্রার্থীদের কাছে তারা বিশেষভাবে সম্মানিত হচ্ছেন। বগুড়ার ৭টি সংসদীয় আসনের মধ্যে সর্বাধিক ৪টিতে রয়েছে মহাজোটের শরিক জাতীয় পার্টির এমপি। ২টিতে রয়েছে আওয়ামী লীগ ও ১টিতে জাসদের (ইনু) এমপি। এরা সবাই গত নির্বাচনে এমপি নির্বাচিত হন। আসন্ন একাদশ জাতীয় সংসদের নির্বাচনে এরা সবাই প্রার্থী হয়েছেন ।
তবে প্রশাসনের আনুকুল্য লাভের বিদ্যমান ধারণা এবং গত ১০ বছর ধরে মামলা ও কারাবাসে জর্জরিত হওয়া বিএনপির নেতাকর্মীরা এখনও দৌড়ের ওপর থাকলেও এবার বিএনপি তথা ঐক্যফ্রন্ট মাঠে থাকায় অতসহজে নির্বাচনী বৈতরণী পার হওয়া যাবে না বলেই মনে করছেন ক্ষমতাসীনরা। বগুড়ায় এখনও (এই রিপোর্ট লেখাকালীন সময় পর্যন্ত) বিএনপির প্রার্থী তালিকা চূড়ান্ত না হওয়ায় মহজোটের প্রার্থীরা নির্ভার হয়ে ভোটের মাঠে চষে বেড়াচ্ছে। অপরদিকে প্রার্থী তালিকা চূড়ান্ত না হওয়ায় প্রত্যেক আসনে বিএনপির কর্মীরা বিভিন্ন প্রার্থীর পক্ষ নিয়ে এলোমেলোভাবে কাজ করছে। তাছাড়া ধানের শীষ পেলে সহজেই পার পাওয়া যাবে নির্বাচনী বৈতরণীতে, এমন ধারণা করছেন অনেক বিএনপি প্রার্থী। এর বিপরীতে মহাজোটের প্রার্থীরা মনে করছেন, তারা যদি মাদ্রাসা সেক্টরে আগেভাগেই সালাম বিনিময় করতে পারেন তাহলে সেটা হবে ভোটের জন্য বিশেষ ইতিবাচক ।
মাদ্রাসা সেক্টরের গুরুত্বের কথা অকপটে স্বীকার করে বগুড়া-৪ আসনের জাসদ (ইনু) এর এমপি ও বর্তমানে প্রার্থী রেজাউল করিম তানসেন বলেন, আলেম-ওলামার সম্মানিত ব্যক্তি। তারা বড় একটা ভোট ব্যাংকও বটে। অন্যান্য সেক্টরের মতো জননেত্রী শেখ হাসিনা মাদ্রাসা সেক্টরের ব্যাপক উন্নয়ন করেছেন। সেকারণেই তিনি কওমী জননীর খেতাব পেয়েছেন। এই সত্যতো লুকানো যাবে না। আমরা তাই আমাদের অতীত ধ্যান ধারণা ত্যাগ করে মাদ্রাসা সেক্টরের সম্মানিত আলেম-ওলামার কাছে যাচ্ছি। তাদের বোঝাচ্ছি, আমরা ইসলামের প্রতিপক্ষ নই। তারা আমাদের কাছে সম্মানিত। তাদের সাথে কথাবার্তা বলে চেষ্টা করছি তাদের সমর্থন লাভের। আশা করি অতীতে যাই হোক এবার আমরা ধর্মীয় সেক্টরে ভোটের সময় সহযোগিতা পাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় সংসদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ