Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিউবায় চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৮, ৯:৩৬ পিএম

প্রথমবারের মত মোবাইল থেকে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবে কিউবার অধিবাসীরা। দেশটির রাষ্ট্র পরিচালিত টেলিকম কোম্পানি জানায়, বৃহস্পতিবার থেকেই মোবাইল ফোনে যুক্ত হচ্ছে ইন্টারনেট। এই ঘোষণাকে কমিউনিস্ট শাসিত কিউবার জন্য মাইলস্টোন হিসেবে দেখছেন করেছে বিশ্লেষকরা। এর আগে দেশটিতে মোবাইল ইন্টারনেট নিষিদ্ধ ছিল। এ ঘোষণার ফলে ইন্টারনেটবিহীন দেশের তালিকা থেকে বেড়িয়ে আসলো কিউবা। 

কিউবার প্রায় ১ কোটি ১২ লাখ অধিবাসী মোবাইল ফোন ব্যবহাস করেন। তবে তাদের সবাইই ইন্টারনেট ব্যবহার করতে পারবে না। ইন্টারনেটের প্রাথমিক দাম তুলনামূলকভাবে অনেক বেশি নির্ধারন করা হয়েছে। ১০০ এমবি ইন্টারনেটের দাম নির্ধারন করা হয়েছে ১০ মার্কিন ডলার।
এই দাম বেশিরভাগ কিউবানদের আর্থিক সামর্থের বাইরে। তবে ধারণা করা হচ্ছে, যাদের আন্তীয়-স্বজন কিউবার বাইরে বসবাস করেন তারাই ইন্টারনেট ব্যবহারে আগ্রহী হয়ে উঠবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোবাইল ইন্টারনেট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ