Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুর রহিম আটক

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৮, ৯:২০ পিএম

চাঁদপুর জেলা জামায়াতের অধ্যক্ষ আব্দুর রহিম পাটোয়ারিকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। বুধবার (৫ ডিসেম্বর) বিকেল ৫ টায় সদরের নিজ গাছতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে চাঁদপুর মডেল থানা অফিসার ইনচার্জ ইব্রাহীম খলিল বুধবার রাতে  জানান, শহরতলীর  নিজ গাছতলা থেকে জামায়াত আমিরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নাশকতাসহ পূর্বের একাধিক মামলা রয়েছে।

অধ্যক্ষ আবদুর রহিম পাটোয়ারী এর আগেও একাধিকবার হরতাল অবরোধসহ পুলিশের দায়ের করা বিভিন্ন নাশকতার মামলায় গ্রেফতার হন। তার বিরুদ্ধে মডেল থানায় একাধিক মামলা রয়েছে।

এদিকে চাঁদপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আবদুর রহিমকে গ্রেফতারে ২০ দলীয় জোটের নেতা হিসেবে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।

পৃথক বার্তায় নিন্দা জানান চাঁদপুর জেলা জামায়াত সেক্রেটারি বিল্লাল হোসেন মিয়াজী। বিবৃতিতে বলা হয় অধ্যক্ষ আব্দুর রহিম পাটোয়ারির বিরুদ্ধে নতুন কোনো মামলা নেই, আগরে সব মামলাতে তিনি জামিনে রয়েছেন। নির্বাচনের আগ মুহুর্তে তাকে গ্রেফতার রাজনৈতিক প্রতিহিংসার অংশ।

তাঁরা জামায়াত আমিরের নিঃশর্ত মুক্তি দাবি করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁদপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ