বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জামালপুরের সরিষাবাড়িতে বসতবাড়ির চলাচলের রাস্তা নিয়ে দুই কৃষক পরিবারের মধ্যে সংঘর্ষ, বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়। মঙ্গলবার রাতে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর নান্দিনা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চর নান্দিনা গ্রামের জহির মণ্ডলের ছেলে জয়নাল আবেদিন ও পার্শ্ববর্তী বাড়ির আব্দুল মজিদের মধ্যে দীর্ঘদিন ধরে বসতভিটার চলাচলের রাস্তা নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে মঙ্গলবার রাত ৮টার দিকে জয়নালের মা পিয়ারা বেগমকে আব্দুল মজিদ গালাগালি করে। এক পর্যায়ে উভয় পরিবারের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে পিয়ারা বেগমকে ধারালো দা দিয়ে মাথায় কুপিয়ে জখম করে। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে আনার পথে প্রতিপক্ষরা পুনরায় তাঁদের উপর হামলা করে। এতে উভয়পক্ষে ১০জন আহত হয়েছে। গুরুতর আহত পিয়ারা বেগম, জয়নাল, লিলি, লিটন ও জহুরুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জয়নাল আবেদিন অভিযোগ করেন, প্রতিপক্ষরা তাঁদের কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে। হামলার ঘটনাটি ছাগলের ব্যবসা করে ফেরার পর হওয়ায় পকেটের ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে সরিষাবাড়ি থানার ওসি মাজেদুর রহমান বলেন, সংঘর্ষের বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ এলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।