বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সরিষবাড়ীতে বৃহস্পতিবার বিকেলে ৪ বিএনপি নেতাকর্মীকে মারধর করে করেছে আওয়ামী নেতাকর্মীরা। এ সময় তারা উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদের ইয়ামাহা মোটর সাইকেলটি ভেঙ্গে চুরমার করে দিয়েছে। সানাকইর বাজার ও দিগপাইত উপশহরের একাধিক দোকানদার ও ব্যবসায়ীরা জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মামুন, মহাদান ইউনিয়ন বিএনপি নেতা আমজাদ হোসেন, ছাত্রদলের নেতা রুবেল ও রাসেল তাদের সাংসারিক ও পারিবারিক কাজে সানাকইর বাজার থেকে বাড়ী ফিরছিল। পথিমধ্যে করগ্রাম চন্টুর মোড়ে আসা মাত্র তাদের পথ রোধ করে স্থানীয় আওয়ামী ছাত্রলীগ নেতা রুবেল রনি সোহেল সহ কতিপয় ১০/১২ সংঘবদ্ধ হয়ে ঐ বিএনপির নেতাকর্মীদের উপর হামলা করে বেপরোয়া মারধর করার পর তাদের ইয়ামাহা একটি মোটর সাইকেল ভাংচুর করে। এ ঘটনায় জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা চেয়ারম্যান পরিদুল কবীর তালুকদার শামীম তীব্র নিন্দা জানিয়েছেন। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান ঘটনাটি স্বীকার করে জানান, বিষয়টি আমি অবহিত হলেও কেউ অভিযোগ করেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।