Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘আসামে বাদ পড়া ৪০ লাখ বাঙালির ৩০ লাখই হিন্দু’ -শতাব্দী রায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৮, ৪:২৩ পিএম

ভারতের আসাম রাজ্যের জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) থেকে প্রায় ত্রিশ লাখের বেশি বাঙালি হিন্দুর নাম বাদ দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রচারিত এক ভিডিও বার্তায় পশ্চিমবঙ্গের তৃণমূল এমপি শতাব্দী রায় এ অভিযোগ করেন। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে।
তৃণমূলের এই নেত্রী তার ভিডিও বার্তায় বলেন, ‘আসামে নাগরিক পঞ্জি থেকে যে ৪০ লাখ বাঙালির নাম বাদ গেছে, ভাবলে অবাক লাগে তার মধ্যে ৩০ লাখের বেশিই হচ্ছে হিন্দু। আর এখন পর্যন্ত যে ৩২ জন আত্মহত্যা করেছেন তাদের মধ্যেও ২৬ জনই হচ্ছেন হিন্দু। এরপরও বাঙালিদের কাছ থেকে, হিন্দুদের কাছ থেকে বিজেপি ভোট চায় কীভাবে?’
বিজেপি সরকারকে কটাক্ষ করে শতাব্দী রায় বলেন, ‘আমার ধারণা বিজেপি সরকার শুধু আমাদের কিছু ধনী ব্যবসায়ীদের ছাড়া আর কাউকে হিন্দু ভাবছে না। বাকিদের তারা এদেশের নাগরিক হিসেবে মনেই করেন না। কিছুদিন আগে যখন নাগরিক পঞ্জি বের হলো তখন আমাদের দলের এমপিরা আসামে গিয়েছিলেন, তবে তাদেরকে বিমানবন্দর থেকে বাইরে বের হতে দেওয়া হয়নি, তখন তাদের হেনস্থাও করা হয়।’ তিনি আরও বলেন, ‘সম্প্রতি যে পাঁচজন নিরীহ মানুষ নিহত হয়েছেন, তাদের প্রত্যেককে আমাদের দলের পক্ষ থেকে এক লাখ টাকা করে দেওয়া হয়েছে। তবে সেখানকার বিজেপি সরকার তাদের জন্য কিছুই করেনি। আমি সেখানে পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রচারে গিয়েছিলাম। সেখানে প্রচুর মানুষের উচ্ছ্বাস দেখে আমার মনে হয়েছে এবার তৃণমূলের প্রার্থীরাই জিতবেন।’
বিজেপি আসামবাসীদের আতঙ্কের নাম উল্লেখ করে শতাব্দী রায় বলেন, ‘বিজেপি সরকার আসামের মানুষদের ভয় দেখিয়ে রেখেছে। তবে এবার তারা ভরসা পেয়েছেন তৃণমূল তাদের পাশে আছে। মমতা ব্যানার্জি তাদের সঙ্গে আছেন। আমরা তাদেরকে দিয়ে এসেছি, যে উন্নয়ন পশ্চিমবঙ্গে হয়েছে সেই উন্নয়ন আসাম রাজ্যেও হবে। এজন্য শুধু এই রাজ্যে পরিবর্তন দরকার।’
উল্লেখ্য, আসাম রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের মোট ১৭৯টি আসনের প্রতিটিতে প্রার্থী দিয়েছে তৃণমূল। গত রবিবার (২ ডিসেম্বর) সেখানে শতাব্দী রায় এমপিসহ তৃণমূলের এক প্রতিনিধি নির্বাচনী প্রচারণায় গিয়েছিলেন। রাজ্যটির ১৬ জেলায় বুধবার (৫ ডিসেম্বর) এবং আগামী রবিবার (৯ ডিসেম্বর) পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। পরে আগামী বুধবার (১২ ডিসেম্বর) এর ফল প্রকাশ করা হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শতাব্দী রায়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ