পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় নির্বাচনে অংশ নিতে ইসলামী দলসমূহের মনোনয়নপত্র জমা দেওয়া প্রায় সাড়ে ৫শ’ প্রার্থীর মধ্যে ৪৯ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। মনোনয়নপত্র বাতিল হওয়া ইসলামী দলের প্রার্থীদের মধ্যে দুই/তিনজন ছাড়া অধিকাংশই নির্বাচন কমিশনে আপিল করেছেন। আজকের মধ্যে সকলেই আপিল করবেন বলে বিভিন্ন দলীয় সূত্রে জানা গেছে।
ইসলামী আন্দোলনের আপিলকারী প্রার্থীদের আসন হচ্ছে কিশোরগঞ্জ-২, কিশোরগঞ্জ-৬, ঢাকা-৩, ফরিদপুর-৪, টাঙ্গাইল-৮, ময়মনসিংহ-৮, ময়মনসিংহ-১১, রংপুর-৬ (পীরগঞ্জ), রাজশাহী-৫, সিরাজগঞ্জ-৩, সিরাজগঞ্জ-৪, যশোর-৩, যশোর-৫, চট্টগ্রাম-৪, লক্ষীপুর-৪, ব্রাহ্মণবাড়িয়া-৩, হবিগঞ্জ-১, সিলেট-৫, মাদারীপুর-১। বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৩ জনের আসন হচ্ছে ব্রাহ্মবাড়িয়া-৩, ঢাকা-৪, পাবনা-৫। বাংলাদেশ খেলাফত মজলিসের ২ জন প্রার্থীর আসন হচ্ছে সুনামগঞ্জ-৪, নেত্রকোণা-১। ইসলামী ঐক্যজোটের ৬ প্রার্থীর আসন হচ্ছে কুমিল্লা-১, ব্রাহ্মবাড়িয়া-৫, নরসিংদী-১, সিলেট-৫, কুমিল্লা-৪ ও যশোর-৩। খেলাফত মজলিসের ২ জনের আসন হচ্ছে ঢাকা-১৮ ও টাঙ্গাইল-৭। বাংলাদেশ মুসলিম লীগের ৬ জন। জমিয়তে উলামায়ে ইসলামের (কাসেমী) ১ জনের আসন হচ্ছে চট্টগ্রাম-৫। জমিয়তে উলামায়ে ইসলামের (ওয়াক্কাস) ২ জনের আসন হচ্ছে খুলনা-৪ ও কুমিল্লা-৬। ছাড়া ইসলামী ডেমোক্রেটিক এলায়েন্সের ১ জনের আসন হচ্ছে, ফরিদপুর-৪। ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এর ২ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ৫ জনের আসন হচ্ছে বি-বাড়িয়া-২, ঢাকা-৮, ঢাকা-১৪, হবিগঞ্জ-১ ও ৪। বাংলাদেশ তরিকত ফেডারেশনের ২০ জন এবং ইসলামী ঐক্যজোটের (রকিব) প্রার্থীর নমিনেশন বাতিল হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।