Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের দাফন

নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৮, ৯:১৮ পিএম

বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম(৭০) কে নাসিরনগর উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে রাষ্ট্রীয় মর্যাদায় প্রথম জানাজা দেওয়ার পর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঠালকান্দি গ্রামে দ্বিতীয় জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মরহুমের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। দ্বিতীয় জানাজা নামাজের আগে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। নাসিরনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবিরের নেতৃত্বে এই বীরের লাশকে জাতীয় পতাকা দিয়ে মুড়িয়ে লাশের উপর পুষ্পমাল্য অর্পণ করে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এসময় স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তার মুত্যুতে বীর মুক্তিযোদ্ধারা গভীর শোক প্রকাশ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার ছেলে রেখে গেছেন। 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুক্তিযোদ্ধা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ