মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বৈশ্বিক উষ্ণায়নকে হাজার হাজার বছরের মধ্যে সবচেয়ে বড় হুমকি বলে আখ্যায়িত করেছেন ব্রিটিশ ব্রডকাস্টার ও পরিবেশবিদ ডেভিড অ্যাটেনবরো। তিনি বিশ্বনেতাদের প্রতি এই সমস্যা মোকাবিলার আহ্বান জানিয়েছেন। পোল্যান্ডে এ বিষয়ে বিশ্বনেতাদের এক বৈঠকে সোমবার তিনি এসব কথা বলেছেন। ডেভিড অ্যাটেনবরো অসংখ্য প্রকৃতি বা ‘নেচার’ বিষয়ক ছবির জন্য ব্যাপক খ্যাতি অর্জন করেছেন। সম্প্রতি তিনি ‘ব্লু প্লানেট টু’ সিরিজের জন্য বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। প্যারিসের কয়লা সমৃদ্ধ শহর কাতোয়িসে জাতিসংঘের দু’সপ্তাহের আবহাওয়া বিষয়ক সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এ সময় বলেন, বিশ্বনেতাদের অবশ্যই এ বিষয়ে নেতৃত্বে আসতে হবে। আমাদের সভ্যতা এবং প্রকৃতি প্রদত্ত বিশ্ব নির্ভর করছে আমাদের হাতে। আবহাওয়া পরিবর্তনকে মানুষদের তৈরি দুর্যোগ উল্লেখ করে, এ সভ্যতাকে টিকিয়ে রাখতে সবাইকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান তিনি। এবারের সম্মেলনে জনগণের পক্ষ থেকে অংশ নিচ্ছেন স্যার ডেভিড অ্যাটেনবার্গ। এদিকে আবহাওয়া পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ১০ হাজার কোটি ডলার তহবিল দেয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাঙ্ক। ২০১৫ সালে প্যারিসে সম্পাদিত আবহাওয়া পরিবর্তন চুক্তি নিয়ে বিশ্ব বর্তমানে কাজ করছে। ওই চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা কমিয়ে আনার কথা বলা হয়েছিল। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।