Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বন্ধুত্বপূর্ণ সম্পর্কই কাশ্মীর সঙ্কটের সমাধান করতে পারে : ফারুক

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ভারত নিয়ন্ত্রত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমেই কেবল কাশ্মীর সমস্যার সমাধান হতে পারে। তিনি সোমবার কাশ্মীরের বারামুলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিমত প্রকাশ করেন। জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স দলের এই নেতা বলেন, তার দল সব সময় ভারত ও পাকিস্তানের মধ্যে বন্ধুত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছে। কাশ্মীরের জনগণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের যে দাবি জানাচ্ছে তার প্রতি সম্মান প্রদর্শনের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান ফারুক আব্দুল্লাহ। কাশ্মীর বিষয়ক নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ওই অঞ্চলের ভবিষ্যত নির্ধারণের জন্য সেখানে গণভোট দিতে বলা হয়েছে যদিও ভারত সরকার কখনোই এ প্রস্তাব মেনে নিতে রাজি হয়নি। ফারুক আব্দুল্লাহ বলেন, কাশ্মীরের জনগণের এই দাবি উপেক্ষা করা ভারত সরকারের উচিত নয়। জম্মু-কাশ্মীরে কয়েক লাখ সেনা মোতায়েন করে রেখেছে ভারত। গত তিন দশকে সেখানে নিরাপত্তা বাহিনীর হাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। কাশ্মীরের একাংশ ভারত এবং একাংশ পাকিস্তান নিয়ন্ত্রণ করছে। দু’টি দেশই গোটা কাশ্মীরের মালিকানা দাবি করে। পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ