Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

ফ্রান্সে অবশেষে কমছে জ্বালানি তেলের কর

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

বিক্ষোভের মুখে অবশেষে জ্বালানি তেলের ওপর কর কমাচ্ছে ফ্রান্স প্রশাসন। ফ্রান্স সরকারের ঊর্ধ্বতন এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, প্রধানমন্ত্রী এডওয়ার্ড ফিলিপ জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিতে পারেন। জ্বালানি তেলের ওপর কর বাড়ানো এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে গত দুই সপ্তাহ ধরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ফ্রান্সের ইতিহাসে গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ। গত শনিবার মুখোশপরিহিত বিক্ষোভকারীরা প্যারিসের রাজপথে বেশ কয়েকটি যানবাহন ও ভবনে আগুন ধরিয়ে দেয়। রাস্তায় তুমুল সহিংসতার পর রবিবার সরকারের মুখপাত্র গ্রিভাউক্স ইউরোপ-১ রেডিওকে বলেন, আমরা এমন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি যাতে এ ধরনের ঘটনা আর ঘটতে না পারে। এর আগে ফ্রান্সে জ্বালানি করের বিরুদ্ধে আন্দোলনরত গোষ্ঠী ‘ইয়েলো ভেস্টস’ এর সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী এদুয়া ফিলিপের নির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়। মঙ্গলবার বৈঠকটি হওয়ার কথা ছিল। ‘ইয়েলো ভেস্টস’ এর কয়েকজন সদস্য জানিয়েছে, আন্দোলনে জড়িত কট্টরপন্থী অংশ সরকারের সঙ্গে আলোচনা নিয়ে হুমকি-ধামকি দেওয়ায় নমনীয় অংশ বৈঠকটি বাতিল করেছে। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তেলের কর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ