Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হায়দরাবাদ হয়ে যাবে ভাগ্যনগর

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৮, ১২:০৪ এএম

হায়দরাবাদের নাম বদলাতে চান? তাহলে বিজেপিকে ভোট দিন। বিজেপি ক্ষমতায় এলেই সেখানকার নাম হয়ে যাবে ভাগ্যনগর। এ প্রতিশ্রুতি দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গোশামাল বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী টি রাজা সিং লোধ-এর সমর্থনে এক নির্বাচনী সভায় ভাষণ দিতে গিয়ে আদিত্যনাথ বলেছেন, তিনি সিংয়ের সমর্থনে বিশেষভাবে প্রচারে এসেছেন, কারণ ওই প্রার্থী হায়দরাবাদের নাম পরিবর্তনের জন্য প্রচুর কাজ করছেন। আদিত্যনাথ বলেন, ‘‘স্বচ্ছ প্রশাসন এবং উন্নয়নের ধারণাকে সামনে রেখে ভারতকে রামরাজ্যে পরিণত করার ব্যাপারে বিজেপি দায়বদ্ধ, এবং এ কাজে তেলেঙ্গানারও ভূমিকা রয়েছে।’’ গত মাসেই উত্তরপ্রদেশে যোগী সরকার ফৈজাবাদকে অযোধ্যা এবং এলাহাবাদকে প্রয়াগরাজ হিসেবে নামকরণ করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হায়দরাবাদের নাম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ