মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হায়দরাবাদের নাম বদলাতে চান? তাহলে বিজেপিকে ভোট দিন। বিজেপি ক্ষমতায় এলেই সেখানকার নাম হয়ে যাবে ভাগ্যনগর। এ প্রতিশ্রুতি দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গোশামাল বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী টি রাজা সিং লোধ-এর সমর্থনে এক নির্বাচনী সভায় ভাষণ দিতে গিয়ে আদিত্যনাথ বলেছেন, তিনি সিংয়ের সমর্থনে বিশেষভাবে প্রচারে এসেছেন, কারণ ওই প্রার্থী হায়দরাবাদের নাম পরিবর্তনের জন্য প্রচুর কাজ করছেন। আদিত্যনাথ বলেন, ‘‘স্বচ্ছ প্রশাসন এবং উন্নয়নের ধারণাকে সামনে রেখে ভারতকে রামরাজ্যে পরিণত করার ব্যাপারে বিজেপি দায়বদ্ধ, এবং এ কাজে তেলেঙ্গানারও ভূমিকা রয়েছে।’’ গত মাসেই উত্তরপ্রদেশে যোগী সরকার ফৈজাবাদকে অযোধ্যা এবং এলাহাবাদকে প্রয়াগরাজ হিসেবে নামকরণ করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।