বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা নগরীতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের জামাতা প্রভাস কুমার দত্ত (৫০)-কে লক্ষ্য করে গুলির ঘটনায় মামলা দায়ের হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন থাকা প্রভাস নিজে বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় গত শনিবার দিবাগত রাতে মামলাটি দায়ের করেন (নং-০১)। দণ্ডবিধির ৪৪৮, ৩২৬, ৩০৭, ৩৪ ও ১০৯ ধারায় মামলাটি রুজু হয়েছে।
তিনি বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার ডিজিএম হিসেবে কর্মরত রয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় সন্দেহভাজন কাউকে আটক করতে পারেনি পুলিশ।
গত শুক্রবার রাত ১০টার দিকে প্রভাস কুমারকে তার নিজ বাসায় সন্ত্রাসীরা ঢুকে গুলি করে পালিয়ে যায়। প্রভাসের ডান দিকের পেটে গুলি লেগে গুরুতর আহত হন। এ বিষয়ে একাধিক গোয়েন্দা টিম মাঠে কাজ করছে। কি কারণে এ গুলির ঘটনা ঘটেছে এ বিষয়ে এখনো কোন রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ।
পারিবারিক সূত্রে জানা গেছে, চিত্তরঞ্জন দত্তের ছেলে প্রভাস দত্ত সোনাডাঙ্গা মডেল থানাধীন বকশিপাড়ার নিজ বাস ভবনে বসবাস করেন। কিছুদিন পূর্বে তার স্ত্রী জয়ন্ত রানী ছন্দ অর্থাৎ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের কন্যা মারা যান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।