Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়ানডেতে সমীহ পাচ্ছে উইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

ওয়েস্ট ইন্ডিজকে টেস্টে সিরিজে একদম পাত্তা দেয়নি বাংলাদেশ। দুই টেস্টেই জিতেছে আড়াই দিনে। তারমধ্যে শেষটিতে তো হারালো ইনিংস ব্যবধানে। এমন প্রাধান্য রাখার পরও সাকিব আল হাসান মনে করছেন ক্যারিবিয়ানদের সঙ্গে ওয়ানডে সিরিজ নাকি হবে বেশ কঠিন।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়ানডেতে বেশ লড়াই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এক ম্যাচ জিতেছিল, টাই করেছিল আরেক ম্যাচ। সেই সিরিজে ছন্দে থাকা শেমরন হেটমায়ার এবার বাংলাদেশের বিপক্ষে টেস্টেও দেখিয়েছেন তার আগ্রাসী ব্যাটিং। ক্যারিবিয়ানদের খেলার ধরণের কারণেই তাই সাকিবের মনে হচ্ছে ওয়ানডেতে এত সহজ হারানো যাবে না তাদের, ‘আমার কাছে মনে হয় ওয়ানডে অনেক কঠিন হবে। আমাদের ওভাবেই প্রস্তুতি নিতে হবে। যদিও আমরা ওয়ানডে খুবই ভালো খেলছি। জিম্বাবুয়ে সিরিজ জিতেছি। কিন্তু আমরা বেশ ভালো একটা প্রতিপক্ষের সাথে তিনটা ওয়ানডে খেলবো। আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে হবে যদি ভালো কিছু করতে হয়।’
গত জুলাই মাসে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে টেস্ট সিরিজে নাস্তানাবুদ হলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেছিল বাংলাদেশ। মাশরাফির নেতৃত্বে প্রথম ম্যাচ জিতে ভালো বার্তা দেয় দল। সাকিব ও তামিমের দারুণ ব্যাটিং পারফরম্যান্সের পর মাশরাফির দুর্দান্ত বোলিংয়ে ক্যারিবীয় বধ করে সহজেই। দ্বিতীয় ম্যাচে মাত্র ৩ রানের জন্য হেরে গেলেও বাংলাদেশের পারফরম্যান্স ছিল ইতিবাচক। শেষমেশ শেষ ওয়ানডে জিতে মাশরাফিরা প্রমাণ করে রঙিন পোশাকে দেশের মাটিতে কিংবা দেশের বাইরে দুজায়গাতেই বাংলাদেশ অসাধারণ। এবার ঘরের মাঠে টেস্ট সিরিজ জেতার পর সব সংস্করণেই জেতার সুযোগ বাংলাদেশের।
টেস্টে চোট সমস্যায় সবাইকে না পেলেও ওয়ানডেতে পুরো শক্তি নিয়েই নামবে বাংলাদেশ। সাকিব আল হাসানের সঙ্গে চোট কাটিয়ে ফিরেছেন তামিম ইকবাল। ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজা তো আছেনই। জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করা বাংলাদেশের টপ অর্ডারও আছেন দারুণ ছন্দে। বছরের শেষ প্রান্তে ওয়েস্ট ইন্ডিজকে আতিথেয়তা দিচ্ছে বাংলাদেশ। টেস্ট সিরিজ এরই মধ্যে জিতে গেছে স্বাগতিকরা। এবার রঙিন পোশাকে ওয়েস্ট ইন্ডিজ বধের অপেক্ষা।
৯ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি, ১১ ডিসেম্বর পরের ম্যাচও মিরপুরে। ১৪ ডিসেম্বর সিরিজের শেষ ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর সেখানেই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওয়ানডে টেস্ট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ