Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বাংলাদেশে যেও না, পালাবার পথ পাবে না’

মাঞ্জরেকারের টুইট

স্পোর্টস ডেস্ক : | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

চট্টগ্রাম টেস্টের পর মিরপুরেও একই চিত্র, টাইগার স্পিনারদের বিষে নীল হয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। প্রতিপক্ষকে দুই ম্যাচের চার ইনিংসেই অলআউট করেছে বাংলাদেশ। স্পিনাররাই নিয়েছেন ৪০ উইকেটের সবকটি। উইকেট ভাগাভাগি করেন সাকিব আল হাসান, নাঈম হাসান, তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ।
২০০৯ সালের পর আরেকবার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে টাইগাররা। টাইগারদের স্পিনে ক্যারিবীয়দের এমন অসহায় আত্মসমর্পণ দেখে বিশ্ব ক্রিকেটের বাকি দলগুলোকে সতর্কবার্তা দিয়েছেন ভারত সাবেক ক্রিকেটার ও বর্তমান ক্রিকেট বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার। স্পিন ভালো খেলতে না পারলে বাংলাদেশ সফর করতে নিষেধ করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘তুমি যদি স্পিন ভালো খেলতে না পারো, তাহলে বাংলাদেশ সফরে যাওয়ার সাহস দেখিয়ো না। তারা এখন চারজন দুর্দান্ত স্পিনার নিয়ে খেলে। সেখানে পালানোর কোনো পথ নেই। #স্পিনেই যুদ্ধ।’
মিরপুর টেস্টে এক মিরাজের ঘূর্ণিতেই কাবু হতে হয়েছে সফরকারীদের। মিরাজ নিয়েছেন ১২ উইকেট। দুই টেস্টে নিয়েছেন সর্বোচ্চ ১৫ উইকেট। মিরপুর টেস্টে ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন মিরাজ। ক্যারিয়ার সেরা বোলিংও করেছেন ডানহাতি এই অফস্পিনার।
টুইটে মিরাজের ভূয়সী প্রশংসা করে মাঞ্জরেকার লিখেছেন, ‘ভালো করেছো মেহেদি হাসান। আজ বিশ্বের অন্যতম উজ্জ্বল তারকাদের একজন। লোয়ার অর্ডারে দারুণ ব্যাটসম্যান এবং একজন দুর্দান্ত ফিল্ডারও।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাঞ্জরেকারের টুইট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ