Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সহকর্মীকে ধর্ষণের অভিযোগে ভারতে সাংবাদিক গ্রেফতার

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৮, ১২:০৩ এএম

সহকর্মীকে ধর্ষণের অভিযোগে ভারতের এক বেসরকারি টেলিভিশন চ্যানেলের সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে অভিযুক্তকে রাজধানী নয়াদিল্লির নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। খবর এনডিটিভি।
ধর্ষণের শিকার নারী সংবাদকর্মীর করা অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত মাসে অভিযুক্ত সেই ব্যক্তিটি নারী সহকর্মীকে দিল্লির কীর্তি নগরের একটি আবাসিক হোটেলে নিয়ে যৌন নির্যাতন করেন। পরে একই মাসের মাঝামাঝি সময়ে সেই নারী দুই থেকে তিনবার যৌন নির্যাতনের শিকার হন।
পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, নির্যাতনের শিকার নারীটির ইতোমধ্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং তাতে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। মূলত এরপরই অভিযুক্তের বক্তব্য ও মেসেজের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ