গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
সিলেট অফিস : সিলেটে বিএনপি ও ছাত্রদলের ৬ নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল (বুধবার) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন জানান তারা। বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই ৬ নেতা হচ্ছেন- নগরীর ১২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক আব্দুস সামাদ তুহিন, জেলা ছাত্রদলের সাবেক সদস্য আব্দুল ওয়াহাব কাইয়ুম, ছাত্রদল নেতা লাহিন আহমদ, ১২ নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি মির্জা রামিম, ছাত্রদল নেতা লিটন আহমদ ও রণি আহমদ। কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল নগরীর লালাদিঘীরপাড় এলাকায় বিএনপি নেতাকর্মী ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে বিএনপি ও স্বেচ্ছাসেবক লীগের ২৮ জনের নামোল্লেখ করে মামলা দায়ের করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।